January 11, 2025

ইটাহারের উন্নয়নের কান্ডারী বিধায়ক অমল আচার্য এবারের বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট না পাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়লেন ইটাহারে র তৃণমূল কংগ্রেসের কর্মীরা

1 min read

ইটাহারের উন্নয়নের কান্ডারী বিধায়ক অমল আচার্য এবারের বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট না পাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়লেন ইটাহারে র তৃণমূল কংগ্রেসের কর্মীরা

তনময় চক্রবর্তী ইটাহারের উন্নয়নের কান্ডারী বিধায়ক অমল আচার্য এবারের বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট না পাওয়ায় হতাশ ইটাহারে র তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলেন তখন আশ্চর্যজনকভাবে ইটাহারের উন্নয়নের কান্ডারী বলে পরিচিত অমল আচার্য কে বাদ দিয়ে সেখানে প্রার্থী করা হয় মোশারফ হোসেনকে। আর যাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ইটাহারে তৃণমূল কংগ্রেসের কর্মীদের অন্দরে। তারা এই খবর পাওয়া মাত্র দলের অন্যতম নেতা ইটাহারের বিধায়ক অমল আচার্য বাড়িতে গিয়ে অমল আচার্য কে ধরে কান্নায় ভেঙে পড়ে। কর্মীদের বক্তব্য যার হাত ধরে ইটাহারের উন্নয়নের ছোঁয়া লেগেছে তাতে কি হবে বাতিলের খাতায় রাখতে পারল দলের সুপ্রিমো। এর উত্তর আগামী দিনে তারা ভোট বাক্স প্রতিফলিত করবে।

কর্মীদের দেখা যায় একে একে সবাই মিলে অমল আচার্যের বাড়িতে গিয়ে কান্নায় ফেটে পড়ে। আর সকলকে বলতে শোনা যায় অমল দা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। তবে এ ব্যাপারে ইটাহারের বিধায়ক অমল আচার্য মুখ খুলতে নারাজ। তবে তিনি প্রতিটি কর্মীদের কথা মনোযোগ দিয়ে শোনেন খুবই ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে।কর্মীদের বলতে শোনা গেল যে অমল আচার্য হাত ধরে বিগত দিনের উন্নয়ন মূলক কাজ ইটাহার বাসি দেখেছে তা সারা জীবন তাকে মনে রাখবে। তারা আরো বলেন এটা সম্ভব হয়েছে একমাত্র অমল আচার্য র এলাকার উন্নয়ন করার দৃঢ় মানসিকতার থাকার ফলে। এই প্রকাশ্যে অমলবাবু সামনেই কর্মীদের বলতে শোনা গেল এখানে অমলবাবু ছাড়া অন্য কোন প্রার্থীকে তারা মেনে নিতে পারবেন না। টানা দুই বারের তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী বিধায়ক অমল আচার্যকে সরিয়ে এবারে উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রের পার্থী করা হল মোশারফ হুসেনকে। পার্থী ঘোষনা হতেই হতাশ অমল পন্থী একটা বর অংশের ইটাহারে কমি’ সমথ’ক বিধায়ক এর বাড়িতে যান বিধায়ক কে ঘিরে কান্নায় ভেঙ্গে পড়ে কমি’ সমথ’করা । অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধানসভার পার্থীর টিকিট পেয়ে উচ্ছাসে মেতেছে মোশারফ হুসেনের বেশকিছু সমর্থক মোশারফ হোসেন ২০১৩ সালে বিধায়ক অমল আচার্য্যের হাত ধরে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হয়ে দ্বিতীয় বার জেলা পরিষদের কম’ধক্য হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *