January 11, 2025

কালিয়াগঞ্জ বিধান সভা আসনে পুনরায় তৃণমূল প্রার্থী হলেন তপন দেবসিংহ,তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক খুশির বন্যা

1 min read

কালিয়াগঞ্জ বিধান সভা আসনে পুনরায় তৃণমূল প্রার্থী হলেন তপন দেবসিংহ,তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক খুশির বন্যা

তপন চক্রাবর্তী,কালিয়াগঞ্জ,৫, ফেব্রুয়ারী: শুক্রবার আসন্ন বিধান সভা নির্বাচনে তৃণমূল ২৯১টি আসনে তাদের প্রাথী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভার ৩৪ নম্বর তপশিলি আসনের জন্য কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তপন দেবসিংহকেই প্রাথী হিসাবে ঘোষণা করেন।এ ব্যাপারে তৃণমূলের প্রার্থী তপন দেব সিংহকে নুতন করে দলীয় প্রার্থী করায় কেমন লাগছে প্রশ্ন করলে তিনি বলেন খুব ভালো লাগছে।আমার প্ৰতি দিদির যে আস্থা আছে তা আমাকে আবার সুযোগ দেওয়ায় দিদির কাছে আমি কৃতজ্ঞ।মাত্র এক বছরের জন্যে আমি উপ নির্বাচনে জয়ী হয়েছিলাম।এক বছরে একটা বিধান সভায় কতটা কাজ করা যায়।

তবুও এই সময়ের মধ্যেই যতটা পেরেছি উন্নয়ন করেছি।বেশ কিছু কাঁচা রাস্তাকে পাকা করবার কাজ শুরু করেছি।তার মধ্যে সবার গত মার্চ মাস থেকে টানা দশ মাস করোনা আবহের কারনে কোন কাজ করা সম্ভব হয়নি।আমি নিশ্চিত জনগন আবারও আমাকে বিধান সভায় পাঠাবে। এবার পাঁচ বছরের জন্যে জয়ী হয়ে কালিয়াগঞ্জ বিধানসভার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবার চেষ্টা করবো নিশ্চিতভাবেই।কবে থেকে ভোটের ময়দানে নামবেন প্রশ্ন করলে তপনবাবু বলেন হটাৎ করে পা কেটে যাওয়ায় বাড়িতেই আছি।দুই একদিনের মধ্যেই ঝাঁপিয়ে পড়বো সবাই মিলে।তপন দেবসিংহ বলেন কালিয়াগঞ্জ বিধান সভা আসনে ত্রিমুখী প্ৰর্তিদ্বন্দিতা হতে যাচ্ছে।

যদিও বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থীদের নাম এখনো ঘোষণা বাকি আছে।তপন দেব সিংহ বলেন তৃণমূলের মা মাটি মানুষের সরকার তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে হ্যাট্রিক করবে।কারন হিসাবে বলেন আমাদের সরকার রাজ্যের প্রতিটি মানুষকে কোন না কোন ভাবে সরকারি সুযোগ পাবার ব্যবস্থা করেছে।শুধু তাই নয় কি শহর কি গ্রাম সর্বত্রই উন্নয়নের কাজ প্রচুর হয়েছে।বাম ফ্রন্ট এবং কংগ্রেসের আমলে কালিয়াগঞ্জের যে উন্নয়ন হয়নি আমাদের সরকার আসার পর কালিয়াগঞ্জ শহরের চেহারার পরিবর্তন ঘটিয়েছে।এটা আমার কথা নয়।কালিয়াগঞ্জের সাধারণ মানুষের মনের কথা।তিনি বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের আসন সংখ্যা ৬০ থেকে ২৫০ করা হয়েছে।নুতন সরকার গঠন হলেই হাসপাতালের আমূল পরিবর্তন করা হবে।শহরের রাস্তাঘাটের আমূল পরিবর্তন করা হয়েছে এবং ক্রমাগত কাজ চলছে।শহরের বিভিন্ন রাস্তায় যে পরিমান আলো লাগানো হয়েছে তা অনেক শহরেই দেখা যায়না।কালিয়াগঞ্জ শহরে অত্যাধুনিক পৌর বাস স্ট্যান্ড,অত্যাধুনিক পৌর উদ্যান এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য করা হয়েছে।আমরা নিশ্চিত যে আমরাই আবার ক্ষমতায় আসছি।এখনো কিছু কাজ বাকি আছে যার মধ্যে অন্যতম একটি মহিলা কলেজ।মহিলা কলেজটি খুব প্রয়োজন এই এলাকার ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বার্থের কারণেই। তপন দেবসিংহ বলেন কালিয়াগঞ্জ ব্লকে বেশ কিছু কুটির শিল্প আছে।যে শিল্পগুলিকে সরকারিভাবে উন্নয়ন করলে বেশ কয়েক হাজার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে।আমার নজর থাকবে এই কুটির শিল্পগুলিকে চাঙ্গা করা।বেকারদের হাতে কাজ দেবার জন্য টেরাকোটা শিল্প,ঢোকরা শিল্প এবং কার্পেট শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটাতে হবেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *