লোকনাথ বাবাকে নিয়ে সমগ্র শহর পরিক্রমা করলেন কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী কার্তিক চন্দ্র পাল
1 min readলোকনাথ বাবাকে নিয়ে সমগ্র শহর পরিক্রমা করলেন কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী কার্তিক চন্দ্র পাল
তনময় চক্রবর্তী। রনে বনে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের পাশে থাকব। বাবা লোকনাথের সেই প্রবাদ বাক্যের প্রচলিত কথা কে সামনে রেখে আজ দেখা গেল বাবা লোকনাথের সারথি হয়ে বাবা লোকনাথ কে সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করাতে কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী কার্তিক চন্দ্র পাল কে। আজ বাৎসরিক মহামিলন উৎসব কালিয়াগঞ্জ এর শ্রী কলোনিতে লোকনাথ বাবার অনুষ্ঠান শুরু হল।
প্রভাতফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ আরম্ভ হয় আজ সকাল ছয়টা থেকে। প্রচুর মানুষের সমাগম এই মিছিল সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।
সাদা পাঞ্জাবি পায়জামা পড়ে বাবা লোকনাথের রথের সারথি হয়ে বাবা লোকনাথ কে সমগ্র কালিয়া গঞ্জ শহর পরিক্রমা করে মিছিলে থেকে। সরবতো কালিয়াগঞ্জ শহরের মানুষেরা এই মিছিল কে দেখতে হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়। জানা কালিয়াগঞ্জ শ্রী কলোনিতে লোকনাথ বাবার অনুষ্ঠান দুই দিনব্যাপী হবে।