December 27, 2024

কেন্দ্রীয় সরকারের জি এস টির কালা কানুনের প্রতিবাদে কালিয়াগঞ্জে ব্যবসায়ী সমিতির বিক্ষোভ-

1 min read

কেন্দ্রীয় সরকারের জি এস টির কালা কানুনের প্রতিবাদে কালিয়াগঞ্জে ব্যবসায়ী সমিতির বিক্ষোভ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬,ফেব্রুয়ারী:কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর ডাকে কালা কানুন জিএসটির প্রতিবাদে সারা ভারত বন্ধের সমর্থনে সাড়া দিয়ে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি বিবেকানন্দ মোড়ে একটি পথ সভার আয়োজন করে।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু বলেন অবিলম্বে জিএস টির মত কালা আইনকে সরলীকরণ করতে হবে।

সংগঠনের সম্পাদক শান্তনু দেবগুপ্ত বলেন বিগত এই কয়েক বছরে জিএসটি আইনের ধারা ৯৫০বার সংশোধন করা হলেও ব্যবসায়ীদের কোন উপকারে লাগেনি।ব্যবসায়ীরা অনেকেই জিএসটির ফলে নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এমন ভাবে এই আইনের সংশোধন করতে হবে যাতে ব্যবসায়ীরা সহজেই তার ফলে উপকৃত হতে পারে এবং সব শ্রেণীর ব্যবসায়ীদের উপকার হয়।ব্যবসায়ীরা যাতে কোন ভাবেই বিভ্রান্তির মধ্যে না পরে।পথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকাশ কুন্ডু,বিনোদ লোহিয়া,বিষ্ণু রাঠি,রতন কুন্ডু সহ অনেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *