October 24, 2024

গঙ্গারামপুর সরস্বতী শিশু মন্দিরের রজতজয়ন্তী বর্ষ

1 min read

তপন চক্রবর্তী –– এক অভিনব কৌশলে “”রজত জয়ন্তী বর্ষ”কে দীর্ঘ্যস্থায়ী করার উদ্যোগ নিতে দেখা গেল গঙ্গারামপুর “সরস্বতী শিশু মন্দির” নামক বাচ্চাদের স্কুলের পরিচালন সমিতিকে ৷ ১লা জানুয়ারী সকাল দশটায় এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রজত জয়ন্তী বর্ষ সমিতির উৎসবের সূচনা ৷ ১২ই জানুয়ারী স্কুল প্রাঙ্গনে স্থাপিত হবে স্বামীজির মূর্তি ৷ পরবর্তীতে চলতি বছরভর স্কুলের পঠন-পাঠনের সঙ্গে সঙ্গে পূর্ব নির্দিষ্ট দিনে চলবে উৎসব ৷

 ৩০শে ডিসেম্বর মূল সাংস্কতি অনুষ্ঠান এবং ৩১শে ডিসেম্বর স্বরনীকা প্রকাশের মধ্যদিয়ে উৎসবের শেষ ৷ সমগ্র অনুষ্ঠানের সভানেত্রীর পদে থাকবেন গঙ্গারামপুর মহাবিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যাপিকা শ্রীমতি অশ্রুকণা দও ৷ এবং সম্পাদকের পদে হিলি গভঃ কলেজের অধ্যাপক অভিজিৎ সরকার ৷ উত্তরবঙ্গ বিদ্যাভারতী দ্বারা পরিচালিত বিদ্যালয়টি ৷ ছাত্র-ছাত্রীর সংখ্যা সাতশোর উপরে ৷ রয়েছেন চব্বিশ জন আচার্য্য-আচার্য্যা ৷
 প্রাতঃবিভাগ এবং দিবাবিভাগে পঠন-পাঠন সম্পন্ন হয় ৷ সমস্ত শহরজুড়ে সেদিনের শোভাযাত্রায় ছাত্র ছাত্রী তৎসহ অবিভাবকদের সংখ্যা ছিল চোখে পরার মতো ৷ বিদ্যালয়ের এক আচার্য্যা সুস্মিতা সাহার কথায় , ” ছোট ছোট ছাত্র – ছাত্রীদের মনে সংস্কৃতির রেশ বজায় রাখতে বছরভর এমন উৎসবের উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের প্রধান আচার্য্য নির্মল ঘোষ মহাশয় ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *