October 24, 2024

পৌর সভার উদ্যোগে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে বসতে চলেছে হাইমাক্স আলো

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর-অবশেষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে বসতে চলেছে হাই মাক্স আলো।এলাকার সাধারণ মানুষ বিশেষ করে কালিয়াগঞ্জ পৌর সভার ১৩নম্বর ওয়ার্ডের  বাসিন্দারা পৌর সভার এই উদ্দ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছে কালিয়াগঞ্জ পৌরসভা তথা চেয়ারম্যান কার্তিক পালকে।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল এক সাক্ষাৎকারে জানান পৌর সভার উদ্দ্যগে কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় উন্নতমানের ছোট বড় হাইম্যাক্স লাইট মোট ৫০টি বসবে।পৌর দপ্তরের এন বি ডি পি র মাধ্যমে  এই কাজ তারা শুরু করে  দিয়েছে।বড় হাইমাক্স একটি লাইটের খরচ পড়বে ৬থেকে৭লক্ষ টাকা। কালিয়াগঞ্জ শহরকে আলোকিত করবার জন্য মোট সাড়ে চার কোটি টাকার মত প্রকল্প ব্যায় ধরা হয়েছে বলে চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল বলেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কার্তিকবাবু বলেন শহরের বিভিন্ন এলাকারমাঠে অথবা বিভিন্ন বিদ্যালয়ের খেলার মাঠে সন্ধ্যার পর অসামাজিক কাজের খবর আমাদের কাছে প্ৰর্তিনিয়ত আসছে।আমরা এসব জানার পর চুপ করে থাকতে পারিনা আমাদের ঘরের ছেলেমেয়ে দের স্বার্থের দিকে তাকিয়ে।আমরা কালিয়াগঞ্জ পৌর সভা সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের অসামাজিক কাজ বন্ধ করতে গেলে বড় ধরনের আলোর ব্যবস্থা ছাড়া এসব বন্ধ করা সম্ভব নয়।সেই সিদ্ধান্ত অনুসারে আমরা পৌর শহরের বিভিন্ন স্থানে অসামাজিক কাজকে রুখতে শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের আলোর ব্যবস্থা আমাদের নিতে হয়েছে বলে কার্তিকবাবু জানান।আমরা চাই কালিয়াগঞ্জ শহর সব দিক দিয়েই উন্নত একটা পৌর শহরে পরিণত হোক।সেই কারণেই শহরের সার্বিক উন্নয়নে আমাদের কালিয়াগঞ্জ পৌর সভা ইতিমধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে শুরু করে দিয়েছে।আর সার্বিক উন্নয়নের স্বার্থে কালিয়াগঞ্জের পৌর নাগরিক আমাদের সবরকম সহযোগিতা করে যাচ্ছে বলে চেয়ারম্যান কার্তিক পাল জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *