October 24, 2024

বিচিত্রা নাট্য সংস্থার উদ্দ্যোগে ৫দিন ব্যাপী নাট্য উৎসব সপ্তবর্না

1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে আগামী ৩১শে জানুয়ারী থেকে৪ঠা ফেব্রুয়ারী ৫ দিন ব্যাপী নাট্য উৎসব “সপ্তবর্না”অনুষ্ঠিত হতে চলেছে বলে জানালেন বিচিত্রা নাট্য সংস্থার সম্পাদক অরিন্দম ঘোষ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অরিন্দম ঘোষ জানান বিচিত্রা নাট্য সংস্থার ৫ দিন ব্যাপী সপ্তবর্না নাট্য উৎসবের উদ্বোধন করবেন রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক দীপক কুমার রায়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কালিয়াগঞ্জের পৌর-পিতা কার্তিক চন্দ্র পাল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গৌর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরেন বন্দোপাধ্যায় নাট্য উৎসব অংশগ্রহণ করবে কলকাতার নব ময়ূখ নাট্য সংস্থা গাজলের বিশাল বহরমপুরের ঋত্বিক নাট্য সংস্থা বীজপুরের চতুর্থ সূত্র দমদমের চারুরঙ এবং রায়গঞ্জের দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপ। “সপ্তবর্না”নাট্য উৎসবকে কেন্দ্র করে কসলিয়াগঞ্জে বিচিত্রা নাট্য সংস্থার সদস্যদের মধ্যে চলছে ব্যাপক তৎপরতা।বিচিত্রা নাট্য সংস্থার সম্পাদক অরিন্দম ঘোষ জানান সপ্তবর্না নাট্য উৎসব চলাকালীন আগামী ৩রা ফেব্রুয়ারী বিকাল ৫ টায় কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে নাট্য বিষয়ক একটি  আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আলোচনার বিষয় রামনারায়ন,মধুসূদন,দীনবন্ধু বাংলা নাটকে উৎশৃঙ্খলতা ও সমাজ বাস্তবতা।আলোচনা সভার প্রধান বক্তা–গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরেন বন্দোপাধ্যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *