October 29, 2024

দীর্ঘ জল্পনা কল্পনার শেষে অবশেষে প্রায় দশ মাস পর ওপার বিহার এপার বাংলা মহানন্দা নদীর উপর বাড়িয়ল ঘাট চালু হলো নদীর দুইপারের বিধান সভার বিধায়ক দের তৎপরতায়

1 min read

দীর্ঘ জল্পনা কল্পনার শেষে অবশেষে প্রায় দশ মাস পর ওপার বিহার এপার বাংলা মহানন্দা নদীর উপর বাড়িয়ল ঘাট চালু হলো নদীর দুইপারের বিধান সভার বিধায়ক দের তৎপরতায়

১৪ই জানুয়ারি শশাঙ্ক সরকার ইটাহার: দীর্ঘ জল্পনা কল্পনার শেষে অবশেষে প্রায় দশ মাস পর ওপার বিহার এপার বাংলা মহানন্দা নদীর উপর বাড়িয়ল ঘাট চালু হলো নদীর দুইপারের বিধান সভার বিধায়ক দের তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ। উল্লেখ্য গত দশ মাস আগে ইটাহার থানার সরুন এক অঞ্জলের বাড়িয়ল গ্রাম এলাকায় মহানন্দার নদীর উপর বাঁশের মাচা দিয়ে

দুই পারের সাধারণ মানুষ বিহার ও বাংলায় দীর্ঘ যাবত যাতাযাত করলেও গত দশ মাস আগে করোনা মোকাবিলায় নদী ঘাটে পুলিশ ও স্বাস্হ দপ্তরের যৌথ ক্যাম এপার বাংলা বাড়িয়ল ঘাটে থাকলেও বিহারের বাসিন্দারা এপার বাংলায় আসার চেষ্টা করলে ওপার বিহার বাড়িয়ল এপার বাংলা বাড়িয়ল বাসিন্দাদের ভুল বুঝাবুঝি তে, প্রবল গন্ডগোল থেকে শুরু করে দুই পক্ষের মধ্যে হাতিহাতি হয়, এমনকি নদীর উপর থাকা বাঁশের মাচা আগুন জালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। যদিও ইটাহার থানার পুলিশ ও ওপার বিহার বলরাম পুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দীর্ঘ দশ মাস ধরে নদী পারাপার বন্ধ থাকার ফলে বহু সাধারণ মানুষ ব্যাবসা বানিজ্য থেকে শুরু করে বহু জান বাহন বন্ধ সহ দুই পারের বহু নৌকা মাঝি তারা কম’হীন হয়ে পরে। তবে এপার বাংলা ও ওপার বিহারের

কিছু বুদ্ধিজীবী মানুষ নদীর ঘাট খোলার জন্য নিজের এলাকার ব্লক সহ জেলা স্তরে ও তাদের বিধায়ক কে লিখিত ভাবে জানান, যাতে খুব শীঘ্রই বাড়িয়ল ঘাট চালু হয়, না হলে বাড়িয়ল বাজার ঘাটে দোকান ব্যাবসায়ী নৌকা মাঝি, রায়গঞ্জ বাড়িয়ল চলাচল বহু ছোট গাড়ি সহ টোটো চালকরা কম’হীন হয়েছে। অবশেষে সাধারণ মানুষের কথা ভেবে ইটাহার ব্লকের বিধায়ক অমল আচার্য্য ও ওপার বিহার বলরাম ব্লকের বিধায়ক মেহেবুব আলম এর যৌথ প্রচেষ্টায় দুই পারের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বাড়িয়ল ঘাট চালু হলো বলে জানান এপার বাংলার বাসিন্দা আবুল কাশেম ও ওপার বিহার বাসিন্দা গুলজার হোসেন তারা বলেন করোনা মোকাবিলায় নদী পারাপারে দুই পারের কিছু বাসিন্দাদের ভূল বোঝা বুঝিতে তর্ক বিতর্ক থেকে হাতি হয়ে যাতাযাত বন্ধ ছিল কিন্তু আমরা কিছু সাধারন মানুষ বাড়িয়ল ঘাট চালুর জন্য নিজেদের এলাকার প্রশাসনের দারস্থ সহ বিধায়ক এর কাছে লিখিত অভিযোগ জানায়, কেননা বহু ছোট খাট ব্যাবসায়ী এপার বাংলা ওপার বিহার ব্যাবসা বানিজ্য যাওয়া থেকে সদর রায়গঞ্জ ও বিহারে খুব সহজেই চিকিৎসা সেবা নিতে ও বহু সাধারণ মানুষ তাদের নিত্য কাজে যাতাযাত রয়েছে, নদী ঘাটে নৌকা মাঝি ও নদীর পাড়ে ব্যাবসায়ীরা কম’হীন হয়েছে, এমনকি এপার বাংলা ওপার বিহারের বহু আত্বয়ী সজন রয়েছে তাদের ও মোন খারাপ রয়েছে। তবে দেরি হলেও আমাদের দুই পারের বিধায়ক অমল আচার্য্য ও মেহেবুব আলম এর তৎপরতায় দুই পারের সাধারণ মানুষ দের নিয়ে আলোচনা মাধ্যমে বাড়িয়ল ঘাট চালু করে যা আজকে থেকে নদী পারাপার চালু হলো তাঁতে দুই পারের লোক এক সাথে হয়ে ভূল বোঝা বুঝি মেনে নেওয়া সহ এক সাথে কাজ করার সহযোগিতা করা সহ দুই পারের কিছু বাসিন্দাদের নিয়ে একটি কমিটি গঠন করা হলো আগামী দিনে নদী পারাপারের কাজের সুবিধার্থে, আপাতত মাচা না থাকায় নৌকা মাঝি দিয়ে পারাপার চলবে তবে খুব শীঘ্রই বাঁশের মাচা বানিয়ে চলাচল করার ব্যাবস্থা করা হবে, তাই দুই পারের সাধারণ মানুষ আজকে আমরা খুবই আনন্দিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *