October 29, 2024

নুতন কৃষি আইনের সূফল বোঝাতে ধুকুরঝাড়ি হাটে বিজেপির প্রকাশ্য কৃষি সুরক্ষা সভা

1 min read

নুতন কৃষি আইনের সূফল বোঝাতে ধুকুরঝাড়ি হাটে বিজেপির প্রকাশ্য কৃষি সুরক্ষা সভা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪, জানুয়ারি:কেন্দ্রের নুতন কৃষি আইনের সুফল বোঝাতে বিজেপি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের ধুকুর ঝাড়ি হাটে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।এই জন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির উত্তর বঙ্গ জোনের পর্যবেক্ষণ বাসু দেব সরকার বলেন কেন্দ্রের কৃষি আইন নিয়ে কয়েকটা দল যাদের কোন কাজ নেই তারা কৃষকদের নিয়ে ভুল বোঝাচ্ছে।এই আইনে কৃষকরা

নিজেরাই নিজেদের উৎপন্ন ফসলের দাম নির্ধারণ করতে পারবে এবং ভারতবর্ষের সর্বত্র তাদের ফসল বিক্রি করবার সুযোগ পাবে।আমরা বিজেপি দল কৃষকদের সুরক্ষার ব্যবস্থা করেছি যে এর আগে কোন দিন ছিলনা।এই প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।উপস্থিত ছিলেন

কালিয়াগঞ্জ বিধান সভার পর্যবেক্ষক রানা প্রতাপ ঘোষ ,বিজেপির জেলা পরিষদ সদস্য কমল সরকার,কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল,বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,মন্ডল সভাপতি তারিণী কান্ত রায়,মহিলা মোর্চা নেত্রী দোলা মোদক সহ অনেকেই। বিজেপির কৃষি সুরক্ষা কর্মসূচিকে সামনে রেখে প্রকাশ্য জনসভায় বিভিন্ন গ্রাম থেকে প্রচুর কৃষক জনসভায় যোগ দেয়

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *