October 28, 2024

কালিয়াগঞ্জ বিধানসভার আসন এ বিধায়ক পদ্প্রার্থী হওয়ার দৌড়ে শাসক দলের এবার কি দীপা  ? দলের অন্দরেই চলছে আলোচনা।

1 min read

কালিয়াগঞ্জ বিধানসভার আসন এ বিধায়ক পদ্প্রার্থী হওয়ার দৌড়ে শাসক দলের এবার কি দীপা  ? দলের অন্দরেই চলছে আলোচনা।

তনময় চক্রবর্তী  সামনেই বিধানসভা নির্বাচন আসছে।আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত করে সাজাতে চলছে তাদের নিজেদের ঘর। আর এই ঘরে যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কখনো তাদের নিজেদের মধ্যে বনিবনা না হওয়ার দরুন ঘরের ছেলে চলে যাচ্ছে অন্য ঘরে আবার অন্য ঘরের ছেলে চলে আসছে সেই দলে। মান-অভিমানের পালা প্রতিনিয়ত হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যেই।

                                                               কালিয়াগঞ্জ বিধানসভার আসন এ বিধায়ক পদ্প্রার্থী হওয়ার দৌড়ে শাসক দলের এবার কি দীপা  ?

এরই উপর আবার প্রচন্ড টেনশন কে হচ্ছেন কোন রাজনৈতিক দলের প্রার্থী ? তাই এই সময় কিছু কিছু নেতারা দলের বিভিন্ন কর্মসূচিতে যেমন অংশ নিয়ে সামনের সারিতে এসে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন যে যার  নিজের  মতো  করে।  যে তাদের পাশে রয়েছে জনগণ । আর তাই তিনিও হতে পারেন বিধানসভার প্রার্থী। কারোর চেয়ে কেউ কম নয়। সবারই যোগ্যতা রয়েছে বিধানসভার টিকিট পাওয়ার ক্ষেত্রে। এবার বিধানসভার নির্বাচনে মূলত কালিয়াগঞ্জ বিধানসভা আসন ত্রিমুখী লড়াই হতে চলছে। একদিকে যেমন শাসক তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি অপরদিকে কংগ্রেস সিপিএম এর মহাজোট। তাই এই সময় প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে একটাই আলোচনা বিধায়ক হওয়ার পদপ্রার্থীহওয়ার দৌড়ে কার ভাগ্যের শিখা  জোটে সেটাই দেখার।

বিজেপি শিবিরে বিধায়কের পদপ্রার্থী তে এগিয়ে রয়েছেন কার্তিক চন্দ্র পাল

প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যেই ভিতরে ভিতরে শুরু হয়েছে ইঁদুর দৌড় প্রতিযোগিতা। যে প্রতিযোগিতা সামনা সামনি দেখতে পাচ্ছে না সাধারণ মানুষ। এটি অত্যন্ত সতর্কতার সাথে বিধায়ক প্রার্থী হওয়ার জন্য যারা দৌড়ে রয়েছেন তারা সন্তর্পনে উপরতলায় সেটিং করার কাজ চালাচ্ছেন জোর কদমে। প্রথমেই আসা যাক শাসকদলের বিধায়ক প্রার্থী হওয়ার জন্য যাদের নাম প্রথম সারিতে উঠে আসছে তিনি হলেন বর্তমান বিধায়ক তপন দেব সিংয়ের নাম যেমন তেমনি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকারের নাম।

কিছুদিন আগে অব্দি এই দৌড়ে প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পালের নাম থাকলেও তিনি দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর সেই নাম আর থাকছে না শাসক শিবিরে। তবে যাই হোক না কেন বিধায়ক তপন দেব সিংয়ের সঙ্গে ইন্দুর দৌড় প্রতিযোগিতায় এবার নতুন নাম যোগ হলো কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার এর নাম। সর্বদা হাসিখুশি তে থাকা যে মহিলা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি সুনামের সঙ্গে চালিয়ে আসছেন কয়েক বছর ধরে। যার হাত ধরে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় বহু কাজ হয়েছে রাজ্যের মা-মাটি-মানুষের সহায়তায়।

                                                 কংগ্রেস ও সিপিএম এর মধ্যে যে মহাজোট সেখানে  একজনের নাম উঠে আসছে তার নাম ধিতশ্রী রায়

যার মিষ্টি ব্যবহারের জন্য গ্রামের মানুষের কাছে দীপাদি বলে পরিচিত হয়ে গিয়েছেন ইতিমধ্যে। তার উপর সমাজসেবী বাপ্পা সরকারের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে তার সহধর্মিনীর কাজে যেভাবে সহযোগিতা করেন দিনরাত পরিশ্রম করে তাই অনেক কর্মীরাই বলছেন দিপা সরকার যদি বিধানসভার প্রার্থী হন বর্তমান বিধায়ক তপন দেব সিং এর পরিবর্তে তাহলে ক্ষতি কি ?  একবার দেখাই যাক না কেন একটু পরিবর্তন করে যদি কালিয়াগঞ্জ বিধানসভার আসন টি আবার দখল করা যায়। আর তাই দীপা সরকারের নাম এখন কানাঘুষা চলছে কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের নিচুতলা থেকে উপরতলায় অব্দি। বিশ্বস্ত সূত্রে খবর ইতিমধ্যে দীপা সরকারের নাম নাকি এখান থেকে চলে গিয়েছে দলের সর্বোচ্চ নেতৃত্তের কাছেও। এখন দেখার বিষয় আগামী দিনে তপন দেব সিংহ পুনরায় বিধায়ক এর জন্য প্রার্থী হন নাকি নতুন মুখ কে সামনে রেখে এগিয়ে যাবে কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর তাই এখন সহধর্মিনী কে সাথে নিয়ে ভীষণ ব্যস্ত দলের প্রতিটি সভা  মিছিল-মিটিংয়ে সমাজসেবী বাপ্পা সরকার। ঠাট্টা করে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেই ফেললেন এখন তো বেশিরভাগ সময় গ্রামেগঞ্জে পড়ে থাকেন সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের পরিষেবা দিতে সস্ত্রীক বাপ্পা সরকার।একই রকম ভাবে তৃণমূলের ঘাড়ে যে রাজনৈতিক দল জোরে জোরে নিশ্বাস ফেলছে কালিয়াগঞ্জ আসনটি এবার শাসক দলের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য সেই গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি শিবিরেও এবার প্রার্থী কে হবেন সে নিয়েও কিন্তু কম আলোচনা হচ্ছে না দলের মধ্যেই। অনেকে বলছেন আজ থেকে এক মাস আগের চিত্র আর এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন ধরনের। কারণ এতদিন যারা বিধায়ক প্রার্থী হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল তাদের মধ্যে নতুন করে এবার সংযোজন হল আর একজন ব্যক্তিত্বের নাম। তিনি আর কেউ নন তিনি সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পাল এর নাম  । তাই বিজেপির অন্দরে যেগুলোর নাম নিয়ে চর্চা হচ্ছে তার মধ্যে অন্যতম রয়েছেন যেমন কার্তিক চন্দ্র পাল তেমনি গত উপ নির্বাচনে বিধায়ক প্রার্থী বিজেপি দলের সেই কমল সরকার এছাড়া রয়েছেন এই বিধায়ক পদপ্রার্থী হওয়ার দৌড়ে বিজেপি যুব মোর্চার উত্তর দিনাজপুর জেলার সভাপতি গৌতম বিশ্বাস, কালিয়াগঞ্জ বিজেপির টাউন মন্ডল এর সভাপতি ভবানী চরণ দাস এর নাম ও। তবে যাই হোক না কেন সম্প্রতি অমিত শা র পশ্চিম মেদিনীপুরে মেগা যোগদান সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে যিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন সেই কার্তিক চন্দ্র পাল বর্তমান এ  এই বিধায়ক পদপ্রার্থী  হওয়ার প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছেন এখন অব্দি। তবে রাজনীতিতে কখন কি হয় সেটা বলা যেমন খুবই শক্ত তেমনি অনেক কিছু যারা ভাবতেই পারেনা কোনদিনও সেটাও হয়ে যায় মাঝে মাঝে। এ তো গেল শাসক ও বিজেপি শিবিরের কথা। এবার আসা যাক কংগ্রেস ও সিপিএম এর মধ্যে যে মহাজোট হয়েছে তাদের মধ্যে পার্থী কে হবে। সেখানে অবশ্য কিন্তু একজনের নাম উঠে আসছে  তিনি হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় প্রমথনাথ রায়ের কন্যা ধিতশ্রী রায়ের নাম। তবে এবার সিপিএম কিন্তু এই আসনের দাবি করতে পারে এমনটাই জানা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে। সে ক্ষেত্রে সিপিএমের কে প্রার্থী হবেন সেটা কিন্তু এখনো অব্দি জানা যায়নি।।তাই বিধানসভার নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতির ময়দান যে সরগরম হয়ে উঠছে দিনের-পর-দিন বিভিন্ন বিষয় নিয়ে তা কিন্তু বলা যেতেই পারে। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট। আর এই উৎসবকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দলই মেতে ওঠেন এই সময় জনতা জনার্দন এর  কাছে গিয়ে পূজা করতে। কে কোন দল থেকে যাবেন ভোট ভিক্ষা করতে জনতা জনার্দন এর কাছে এখন সেই নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ  বিভিন্ন রাজনৈতিক দল্গুলির মধ্যে।

 

2 thoughts on “কালিয়াগঞ্জ বিধানসভার আসন এ বিধায়ক পদ্প্রার্থী হওয়ার দৌড়ে শাসক দলের এবার কি দীপা  ? দলের অন্দরেই চলছে আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *