October 23, 2024

রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক সাড়া পড়ে গেছে কালিয়াগঞ্জ ব্লকে

1 min read


তন্ময়  চক্রবত্তী ঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত মানবিক প্রকল্প গুলি ঘোষণা করেছে তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প  অন্যতমরাজ্যের  কয়েক লক্ষ কৃষক এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে  উপকৃত হতে  শুরু করে দিয়েছে জানা যায় এই প্রকল্পের মাধ্যমে আজ থেকে সারা রাজ্যের  যে ছোট ছোট কৃষকরা তারা তাদের কৃষি কার্যের সুবিধার্থে সরকার থেকে কিছু আর্থিক অনুদান পাবে  যা দিয়ে  কিছুটা তাদের আর্থিক দিক দিয়ে সুবিধা পাবে আরো জানা যায় এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের থেকে ৪০ শতক জমি আছে তারা খরিপ 
রবি মৌসুমে পাবে এক হাজার টাকা করে মোট  হাজার টাকা। 


 আর যাদের এক একর পর্যন্ত জমি আছে তারা পাবে খরিপ 
মৌসুমে আড়াই হাজার টাকা রবি মৌসুমে পাবে আড়াই হাজার টাকা আজ তারি লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ 
ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর চন্ডিপুরে শুরু হলো একটি ক্যাম্প 
করে কৃষকদের সেই প্রকল্পের অনুদান দেওয়ার জন্য ফরম ফিলাপের কাজ


ফলে প্রচুর কৃষকদের  দেখা যায় উৎসাহের সাথে সেখানে উপস্থিত হয়ে উৎসাহের সাথে সেই প্রকল্পের ফর্ম ফিলাপ করতে আজ এই ক্যাম্পে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের  কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ ,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য দোধী 
মোহন দেব শর্মা। 



 এক সাক্ষাৎকারে 
দোধী বাবু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগ এর ফলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজ রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের সাথে সাথে প্রচুর সাধারণ মানুষ উপকৃত হচ্ছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ জানান আজকে এই ক্যাম্পের এর মাধ্যমে যে সমস্ত কৃষকরা রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প ফরম ফিলাপ করেছে তাদের আগামী পয়লা ফেব্রুয়ারি এখানেই আবার ক্যাম্প করে তাদের হাতে চেক দেওয়া হবে তিনি বলেন ইতিমধ্যে রাজ্য সরকারের এই প্রকল্প কৃষকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *