October 29, 2024

যদি মিথ্যা কথা বলার জন্য কোন অলিম্পিক প্রতিযোগিতা থাকতো তাহলে এরাজ্যের সরকার স্বর্ণপদক পেতো মন্তব্য করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক বিমান বসু

1 min read

যদি মিথ্যা কথা বলার জন্য কোন অলিম্পিক প্রতিযোগিতা থাকতো তাহলে এরাজ্যের সরকার স্বর্ণপদক পেতো মন্তব্য করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক বিমান বসু

বাঁকুড়া – যদি মিথ্যা কথা বলার জন্য কোন অলিম্পিক প্রতিযোগিতা থাকতো তাহলে এরাজ্যের সরকার স্বর্ণপদক পেতো।বর্ষীয়ান সিপিআই(এম) নেতা বিমান বসু আজ বাঁকুড়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে করোনা রোগ নিয়ে লুকোছাপা প্রসঙ্গে একথা বলেন।তিনি বলেন,রাজ্য সরকার দাবী করে রাজ্যের সর্বত্র সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলেছে এ সরকার।

কিন্তু কার্যক্ষেত্রে মানুষ সেখানে চিকিৎসা না পেয়ে ফিরে যায়।করোনা টিকা বিনামূল্যে দেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন,যদি দিল্লী সরকার বিনামূল্যে টিকা দেবার ব্যাবস্থা করে থাকে তাহলে রাজ্য সরকারের বিনামূল্যে টিকা দেওয়ার দাবী তো ধোপে টেকে না।কয়লা,গরুপাচার কান্ডে সিবিআই,ইডি তদন্ত প্রসঙ্গে বিমান বাবু বলেন,রাঘব বোয়াল ধরা পড়ার সম্ভাবনা সামনে আশার আশঙ্কায় বাঁচাও,বাঁচাও রব উঠেছে।দেশে কৃষক আন্দোলন এবং সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে বলতে গিয়ে বিমান বসু বলেন,দেখতে হবে কৃষকদের স্বার্থ যেন সুরক্ষিত থাকে।অনাস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অনাস্থা প্রস্তাব বিধানসভা ডাকলে পরে হবে আমি শুনছি দুদিনের বিধানসভা ডাকবে তাহলে দুদিনের বিধানসভায় তো অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে না । তিনি বলেন সুজন চক্রবর্তী এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান উভয়ের চিঠি দিয়েছেন যে বিধান সভা ডাকা হোক । বাংলায় নিমের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন নিম নিজে আসছে না কেউ নিয়ে আসছে আগে এটা সিদ্ধান্ত নিতে হবে । এছাড়াও তিনি বলেন মৌলবাদী চিন্তায় রাজ্যের মানুষকে ভবানোর চেষ্টা করা হচ্ছে এর জন্য তিনি বলেননি দায়ী করেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে । তবে বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে আগামী দিনে বাংলায় লড়াই করবে বলে তিনি জানান । নির্বাচনী প্রচার যৌথভাবে হবে কিনা তা নিয়ে এখনও আলোচনা হয়নি বলে জানান তিনি । এছাড়াও তিনি বলেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে রাজনৈতিক দল নিজেদের ক্রেডেনশিয়াল নিয়ে লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে আছি । এছাড়াও তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানানো বলেন তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস থাকাকালীন যে কটা নির্বাচন হয়েছে সব কোর্টের নির্দেশ মত হয়েছে এবং বামফ্রন্টের প্রশংসা করে তিনি বলেন বামফ্রন্টের সময়ে নির্দিষ্ট সময়ে ভোট হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *