October 29, 2024

বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যেন ডাকিল পিছে বসন্ত এসে গেছে।।

1 min read

বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যেন ডাকিল পিছে বসন্ত এসে গেছে।।

জয়ন্ত বোস, কালিয়াগঞ্জ, উঃ দিনাজপুর।ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে বসন্ত কাল। বাংলা পঞ্জিকাবর্ষে বসন্ত সর্বশেষ ঋতু হিসেবে স্বীকৃত। এ ঋতুতে গাছে নতুন পাতা গজায় ও ফুল ফোটে। আবহাওয়ার পরিবর্তন, প্রকৃতিতে নতুন মাত্রা যোগের কারণে বসন্ত ঋতু ঋতুরাজ বসন্ত নামে পরিচিত। নানা স্থানে বসন্ত বরণ অনুষ্ঠান হয়ে থাকে।গানের কথাগুলো যেনো হৃদয়ে বসন্তের দখিনা পবনের দোল দিয়ে যায়। হা, পাঠক দেখতে দেখতে শীত মধ্য কালীন, বসন্ত এসে গেছে।

হলদে সাজে, বাঙ্গালীর বসন্ত বরণ উত্‍সব পালনের ইতিহাস খুব বেশি পুরনো নয়। প্রাচীন বাংলায় সব ধর্মের মানুষের মধ্যে বসন্তকে বরণ করে নিতে কোন আয়োজন ছিলো বলে জানা যায় না। তবে, সনাতন ধর্মাবলম্বীরা প্রাচীন কাল থেকেই বসন্ত বরণ করছে উত্‍সব আমেজে।উত্‍সব পালনে নতুনত্বের পাশাপাশি এখন সাজেও এসেছে ভিন্নতা। বাসন্তী রঙয়ের পোশাকের পাশাপাশি গেরুয়া হলুদ, সরষে হলুদ এমনকি লাল রঙয়ের পোশাক পড়ছে তরুণ- তরুণীরা।

তবে গানের মধ্যেও বসন্তের গন্ধ” আহা আজি এ বসন্তে, কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায়, আহা আজি এ বসন্তে।এতো কিছু হলো, ফুল থাকবে না তা কি হয়! ফুল তো অবশ্যই থাকবে আর থাকবে বলেই এই প্রতিবেদন। ঋতুরাজ বসন্তের মতো কালিয়াগঞ্জের বসন্ত ? কি বলেন আপনারা। একটু চিন্তা করেছেন কি কালিয়াগঞ্জে বসন্তের ফুল। হ্যাঁ, বর্তমানে ঘাসফুল।

দীর্ঘদিন ধরে পারিবারিক রাজনৈতিক ঘরানায় রাজনীতির পাঠ শেখা সদা সহজ সরল প্রকৃত অর্থের রাজনৈতিক ব্যাক্তি ১৭ নং ওয়ার্ডের মানুষের মন ও হৃদয় কেড়ে নেওয়া কাজের মানুষ বসন্ত রায় যিনি কাউন্সিলর থেকেই উপপৌরপতি থেকে বর্তমানে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য।

ইতিমধ্যেই পৌরসভার মেয়াদ অন্তে প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল কে পশ্চিমবঙ্গ সরকার পৌর প্রশাসক পদে বসিয়ে বসন্ত রায় কে পৌর প্রশাসক মন্ডলীর সদস্য করেছিল কিন্তু কার্তিক চন্দ্র পাল সদ্য বিজেপি তে যোগদান করায় নতুন পৌর প্রশাসক পদে আসীন হয়েছেন দীর্ঘদিনের কাউন্সিলর পদে থাকা সদ্য প্রাক্তন কাউন্সিলর শচীন সিংহ রায়। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্বের সুপারিশে শচীন সিংহ রায় নতুন ভাবে পৌর প্রশাসক পদে বসেছেন কিন্তু ঋতুরাজ বসন্তের কালিয়াগঞ্জের বসন্ত অধরাই থেকে গেলেন বলে রাজনৈতিক মহলের ধারনা। ঋতুরাজ বসন্তের মতো রাজনৈতিকরাজ কালিয়াগঞ্জের বসন্ত হতে পারলেন না বলে এক অতৃপ্ত বাসনা থেকেই গিয়েছে বলে জানা গেল বসন্ত রায়ের কথার সুরে। রাজনীতির উপর বিতৃষ্ণা মনোভাবের বহিঃপ্রকাশ কি তারই ইঙ্গিত দিচ্ছে? নাকি ” আহা আজি এ বসন্তে, কত ফুল ফোটে,,,,,,,,,” এই গানের কলিতে অন্য কোনো ফুল উঁকি দিচ্ছে সেটাও লাখ টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কালিয়াগঞ্জের অলিতে গলিতে বিভিন্ন ঠেকে, চা পে চর্চায়। তাই নিয়েই বসন্তের গান ” বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যেন ডাকিল পিছে বসন্ত এসে গেছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *