October 29, 2024

সর্ষে চাষিরা এবার ভালো ফলনের আশায় বুক বেঁধেছে

1 min read

সর্ষে চাষিরা এবার ভালো ফলনের আশায় বুক বেঁধেছে

তপন চক্রবর্তী-সর্ষের ভালো ফলনের আশায় এবার বুক বেঁধেছে উত্তর দিনাজপুর জেলার সর্ষে চাষীরা। নুতন বছরের শুরুতে জাকিয়ে শীত না পড়লেও কুয়াশাদাপট বেড়েই চলেছে।উষ্ণ ঠান্ডা আবহাওয়া সর্ষে চাষের পক্ষে সহায়ক বলে কৃষি বিশেষজ্ঞদের অভিমত।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সহ বিভিন্ন ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর পরিমান জমিতে তৈল বীজ সর্ষের চাষ হয়।সর্ষের চাষের আবহাওয়া ভালো থাকায় ক্রমেই সর্ষের চাষের এলাকা ক্রমাগত বাড়ছে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ রক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জ ব্লকে এবার সর্ষের চাষের এলাকার হ পরিমান অনেকটাই বেড়ে গেছে বললেন ব্লকের সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ।

 

সর্ষের দাম যেহেতু চাষীরা বেশি পাচ্ছে তার ফলে সর্ষের চাষ বেশি করে করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে গোপাল বাবু জজনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি কাজে আধুনিকতার ছোয়া লাগছে প্রতিনিয়ত।কৃষি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটেছে।গোপাল বাবু বলেন বর্তমানে স্বল্প খরচে এবং শুন্য কর্ষনের মাধ্যমে চাষিদের ঝোঁক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলেন প্রথাগত বিভিন্ন ধরনের চাষ আবাদের পাশাপাশি বিকল্প চাষে গ্রাম বাংলার চাষিদের আগ্রহ আগের তুলনায় অনেকগুন বৃদ্ধি পেয়েছে বলে ।কালিয়াগঞ্জ ব্লকের সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ দাবি করেন।তিনি বলেন কৃষি দপ্তর প্রয়োজনীয় বীজ ও কীটনাশক সরবরাহ করছে।কৃষকরা যে কোন রকম সমস্যায় পড়লে তার পাশে সবসময়ের জন্য কৃষি দপ্তর কৃষকদের সুরক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকে।(১)—সর্ষে চাষে উষ্ণ-ঠান্ডা আবহাওয়া চাষের পক্ষে সহাযাক।(২)অনুকূল পরিবেশের কারনে চাষের এলাকা বৃদ্ধি।(৩)–বেশ কয়েক বছর ধরে আবহাওয়া অনুকূলে থাকায় সর্ষে চাষিরা লাভবান।(৪)–এবার কালিয়াগঞ্জ ব্লকে ৮হাজার হেক্টর জমিতে সর্ষের চাষ করা হয়েছে। (৫)–সর্ষের চাষের এলাকা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *