October 29, 2024

দলবিরোধী কাজের অভিযোগে এনে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হল তপন নাগকে

1 min read

দলবিরোধী কাজের অভিযোগে এনে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হল তপন নাগকে

৪ জানুয়ারী২০২১, শশাঙ্ক সরকার, ইটাহারঃ দলবিরোধী কাজের অভিযোগে এনে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হল তপন নাগকে। এদিন ইটাহার চৌরাস্তা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক অমল আচার্যর উপস্থিতিতেসাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির উত্তরবঙ্গের পর্যবেক্ষক গৌরাঙ্গ মন্ডল।

পাশাপাশি তিনি রাজ্য কমিটির নির্দেশে সাংবাদিক সম্মেলন করার পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বিপ্লব রায়ের হাতে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির নতুন জেলা সভাপতির নিয়োগ পত্র তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য ও সমিতির উত্তরবঙ্গ পর্যবেক্ষক গৌরাঙ্গ মন্ডল। এছাড়া এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বিপ্লব রায়, রায়গঞ্জ পুরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর ইনচার্জ সাধান বর্মন, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত সভাপতি সুভায়ু দাস, চাকুলিয়া ব্লক তৃমমূল সভাপতি মুন্না সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। এই বিষয়ে সমিতির উত্তরবঙ্গ পর্যবেক্ষক গৌরাঙ্গ মন্ডল বলেন, বিগত এক বছর আগে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের কর্মী তপন নাগকে উত্তর দিনাজপুর জেলা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি করা হয় রাজ্য কমিটির নির্দেশে। দায়িত্ব পেয়ে জেলার প্রত্যাকটি স্কুল, কলেজে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠন শক্তিশালী করার দায়িত্ব বর্তায় তার উপরে। কিন্তু কিছু দিন ধরে দলবিরোধী কাজ সহ মমতা বন্দোপাধ্যায়ের আদর্শ বিরোধী কাজের অভিযোগ আসে আমাদের কাছে এবং আমরা তার প্রমানও পায়। তিনি কলেজে আসেননা সংগঠনের কাজ ঠিক মত করেন না। তিনি নিজের ব্যাক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বিষটি আমরা রাজ্য কমিটিকে জানায়। এর পর তাকে জেলা সভাপতির পদ থেকে অপসারণ এবং নতুন দায়িত্ব ভার রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বিপ্লব রায়কে দেওয়ার নির্দেশ আসে। তাই আজকে বিপ্লব রায়ের হাতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য, রায়গঞ্জ পুরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতিতে দায়িত্বভার তুলে দিলাম। আশা করি তিনি আগামীদিনে দায়িত্বের সাথে কাজ করবেন। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য বলেন, আজকে বিভিন্ন দল বিরোধী কাজের জন্য জেলা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি পদ থেকে তপন নাগকে সরিয়ে সাংবাদিক করে নতুন দায়িত্ব বিপ্লব রায়ের হাতে তুলে দিলেন সংগঠনের উত্তরবঙ্গ পর্যবেক্ষক গৌরাঙ্গ মন্ডল।নতুন দায়িত্ব পেয়ে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বিপ্লব রায় বলেন, আজকে সবে মাত্র সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতির দায়িত্ব পেলাম। আগামী কাল সংগঠনের সমস্ত সদস্যদের নিয়ে বসে সংগঠনের রনকৌশল ঠিক করবো যাতে এই জেলায় সংগঠন মজবুত হয় এবং আমাদের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত শক্ত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *