October 29, 2024

অবশেষে প্রতীক্ষার অবসান ,কালিয়াগঞ্জ পৌর সভার নুতন প্রশাসক নিযুক্ত হলেন বিদায়ী কমিশনার সচিন্দ্র সিংহ রায়

1 min read

অবশেষে প্রতীক্ষার অবসান ,কালিয়াগঞ্জ পৌর সভার নুতন প্রশাসক নিযুক্ত হলেন বিদায়ী কমিশনার সচিন্দ্র সিংহ রায়

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৪,জানুয়ারি: অবশেষে দীর্ঘ ১৬ দিন বাদে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার নুতন পৌর প্রসাশক নিযুক্ত হলেন কালিয়াগঞ্জ পৌর সভার বিদায়ী কমিশনার শচীন্দ্র সিংহ রায়।সোমবার কালিয়াগঞ্জ পৌর সভার নুতন পৌর প্রশাসকের নিযুক্তির নির্দেশটি সোমবার আসে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউ নিসিপ্যাল এফেয়ারস দপ্তর থেকে।যাতে স্বাক্ষর করেছেন রাজ্য সরকারের জয়েন্ট সেক্রেটারী।

 

এই নির্দেশে যেমন বিদায়ী পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পালকে তার পদ থেকে সরানো হয়েছে,তেমনি সরানো হয়েছে মাসখানেক পূর্বে একটি নির্দেশে নিযুক্ত পৌর প্রসাশক মন্ডলীর সদস্য বিদায়ী কমিশনার সীমা দাস চ্যাটার্জিকে।তার পরিবর্তে নিযুক্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর কমিটির সভাপতি কমল ঘোষকে।কালিয়াগঞ্জ পৌর সভার নুতন পৌর প্রসাশক শচীন সিংহ রাযের নাম আসার সাথে সাথে কালিয়াগঞ্জের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান ধরনের জল্পনা।

জল্পনা শুরু হয়ে গিয়েছে কালিয়াগঞ্জের তৃণমূলের বিভিন্ন স্তরের সদস্যদের মধ্যে।নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন তৃণমূল সমর্থকদের বক্তব্য যেখানে কালিয়াগঞ্জ পৌর সভার বিদায়ী উপ পৌরপতি বসন্ত রায় সব দিক দিয়ে একজন সিনিয়ার।তিনি বর্তমান পৌর প্রসাশক মন্ডলীর একজন সদস্যও বটে। সেই সিনিয়ার মানুষটিকে বাদ দিয়ে একজন জুনিয়ারকে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়াটা কোন ভাবেই সঠিক কাজ হয়নি বলে মনে করেন।কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর পদ থেকে সরিয়ে দেওয়া সীমা দাস চটার্জি এক সাক্ষাৎকারে বলেন আমি জানিনা কোন কারনে আমাকে অন্যায় ভাবে পৌর প্রসাশক মন্ডলীর কমিটি থেকে সরিয়ে আমার পরিবর্তে তৃণমূল শহর কমিটির সভাপতিকে এই কমিটির অন্তর্ভুক্ত করা হল বুঝে উঠতে পারছিনা। তিনি বলেন কি করেই বা একজন বিদায়ী উপ পৌরপিতা সিনিয়ার মানুষকে না করে জুনিয়র বিদায়ী কমিশনারকে কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর প্রশাসকের দায়িত্ব দেওয়া হল  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *