October 24, 2024

এক ঘণ্টার বক্তব্যে রায়গঞ্জের শিক্ষার্থীদের মধ্যে নতুন ভাবনার পথ খুললেন পরিবেশবিদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ তাপস পাল

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর— পশ্চিমবঙ্গ সরকারের বন ও পরিবেশ দপ্তরের উদ্যোগ ও উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনের আয়োজনে গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পরিবেশ মেলা.স্থানীয় ১২  স্কুলের পথ থেকে শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক মডেল তৈরি করে ও বিকারের দায়িত্ব পালন করেন ডঃ তাপস পাল ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রদীপ কুমার মহাপাত্র. দুইদিন ব্যাপী এই মেলায় রায়গঞ্জ অধিবাসীদের মধ্যে
 কিভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা যাবে তা নিয়ে কুইজ, সেমিনার ও মডেল প্রদর্শন, কাপড়ের ব্যাগ ব্যবহার, জৈব সার ব্যবহার, পত্রিকা বিতরণ সবই তুলে ধরা হয়েছে জনসমাবেশে. অনুষ্ঠানের শুভ উদ্বোধন/উদ্ভাবন করেছেন জেলা পরিষদের সভাধিপতি.কবিতা বর্মন, উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার উপ পৌর প্রধান অরিন্দম সরকার ও জেলা পরিষদের প্রদীপ বিশ্বাস, বঙ্গভূষণ অমিত সরকার. অনুষ্ঠানকে সার্বিকভাবে গুরুদায়িত্ব পালন করেছেন

 LAO অফিসার শুভ্রজিত গুপ্ত. জেলা প্রশাসন থেকে তাপস বাবুকে সরকারি আমন্ত্রণে স্থিতিশীল উন্নয়নের উপর মানুষকে সজাগ করতে নিয়ে আনা হয় এবং দায়িত্ব নিয়ে এক ঘণ্টার বক্তব্যে উপস্থিত সকলের মন জয় করে তিনি বুঝিয়ে দিয়েছেন সবুজ শহর সবুজ চিন্তা তৈরিতে তিনি সবার আগে 
. তিনি বলেন স্থিতিশীল উন্নয়ন করতে হলে মানুষের মধ্যে স্থিতিশীল চিন্তা থাকা দরকার. আর শিশু বয়স শিক্ষক ও পরিবেশকে দায়িত্ব নিতে হবে দেশের স্থিতিশীল উন্নয়নের জন্য.তিনি আরও বলেন রায়গঞ্জ পৌরসভা এসেছে স্থিতিশীল ও সবুজ শহরের দিকে. চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের ভুয়সি প্রশংসা করেন তাপস বাবু. স্থিতিশীল সমাজ গড়তে জেন্ডার ইস্যু নিয়েও আলোচনা করেন এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 
কন্যাশ্রী প্রকল্পের প্রশংসা করেন. শিক্ষার্থীদের সরাসরি উৎসাহিত করেন কন্যাশ্রী নিয়ে সমাজের দায়িত্বশীল নাগরিক কিভাবে হতে হবে. পরিবেশে স্থিতিশীল মানুষ হিসেবে শুভ্রদীপ গুপ্ত মহাশয় কে সাধুবাদ দিয়েছেন কারণ নিজ গুনে সরকারের স্বপ্নকে তিনি যেভাবে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন তা অতুলনীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *