October 24, 2024

টিফিনের খরচ বাচিয়ে এন এস এস ইউনিটের ছাত্র ছাত্রীরা নীলকন্ঠ স্বর্গ অনাথ আশ্রমকে আর্থিক সাহায্য প্রদান

1 min read
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)--শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যাভবনের এন এস এস ইউনিটের ছাত্র ছাত্রীরা ধনকোল এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মহিপালের বাগডুমায় অবস্থিত


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 নীলকন্ঠ স্বর্গরথ অনাথ আশ্রমের কর্নধার রনজিৎ দত্তের হাতে   আর্থিক অনুদান তুলে দেয় বিদ্যালয়ের এন এস এস ইউনিটের ছাত্র ছাত্রীরা।নীলকন্ঠ স্বর্গ রথ অনাথ আশ্রমের কর্নধার ছাত্র ছাত্রীদের এই ধরনের সমাজসেবা মূলক কাজ দেখে অনাথ আশ্রমের কর্নধার রনজিৎ দত্ত প্রচন্ড খুশি হন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  ছিলেন মহিম চন্দ্র বিদ্যা ভবনের শিক্ষক ডঃ কাঞ্চন দে, বিদ্যালয়ের এন এস এস ইউনিটের ভারপ্রাপ্ত শিক্ষক কার্তিক চন্দ্র পাহান, ইউনিস আলী এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এন এস এস ইউনিটের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে র আয়োজন করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এছাড়াও উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ যোগীতায় লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যাভবনের এন এস এস ইউনিটের ব্যবস্থাপনায় খনপালা মঞ্চস্থ হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানে নীলকন্ঠ অনাথ আশ্রমের কর্নধার রনজিৎ দত্তের সাথে বিদ্যালয়ের শিক্ষক ডঃ কাঞ্চন দের সাথে একটি প্রশ্নোত্তর পর্বের ব্যাবস্থা করা হয় যা অভিনন্দন যোগ্য এক কথায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *