October 28, 2024

 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সূর্যের আলোয় বন্ধ হয়ে গেল 

1 min read

 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সূর্যের আলোয় বন্ধ হয়ে গেল

এতদিন আমরা জামতাম, বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। অথবা মন্দ আলোতে বন্ধ হয়েছে ক্রিকেট ম্যাচ। কিন্তু এবার সম্পূর্ণ বিপরীত চিত্র। সূর্যের আলোর কারণে বন্ধ করে দিতে হল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে সূর্যের আলোর কারণে বন্ধ হয়ে করা হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। তবে এই ভেন্যুতে এই ঘটনা প্রথম নয়। এর আগে গত বছর জানুয়ারি মাসেও ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচও একই ঘটনার সাক্ষী ছিল।ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ড ইনিংসের দ্বাদশ ওভারে।

১১.৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর যখন ৩ উইকেটে ৮৫ তখন ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়ররা। সূর্যাস্তের সময় সরাসরি পিচে আলো পড়ায় ব্যাটসম্যানদের বল দেখতে অসুবিধা হচ্ছিল। বিষয়টি আম্পায়ারদের অবগত হওয়ার পর আলোচনার পর ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।পরে সম্পূর্ণরূপে সূর্যাস্ত হলে, তার পরে আবার খেলা শুরু হয়। কিউয়ি ব্যাটসম্যান গ্রিন ফিলিফস এ প্রসঙ্গে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, হ্যারিস রাউফের স্লোয়ার ডেলিভারি আমি দেখতে পাইনি।’ শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৩ রান তোলে নিউজিল্যান্ড। কিউয়ি ইনিংসে সর্বাধিক ৬৩ রান করেন ডেভন কনওয়ে। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যে প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে কিউয়িবাহিনী।এই ঘটনা ঘটেছিল গত বছর অর্থাত্‍ ২০১৯-এর জানুয়ারি। ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচ তীক্ষ্ণ সূর্যের আলোর কারণে প্রায় ৩০ মিনিট ম্যাচ বন্ধ রাখা হয়েছিল। এর ফলে ভারতীয় ইনিংস কমিয়ে ৪৯ ওভার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *