October 24, 2024

লজ্জায় মুখ ঢাকলো সরস্বতীর, দেবী বরণে ভোজপুরী গান

1 min read

মঞ্জুরুল
আলম ও তন্ময় দাস
, কুশমন্ডি,
৯ ই ফেব্রুয়ারি : বিদ্যার
দেবী সরস্বতীকে বৃষ্টি-মুখোর দিনে বরন করা হলো উদ্দাম নৃত্য ও ভোজপুরী গান দিয়ে।
বিদ্যার দেবীর সামনে এহেন নৃত্য সামাজিক অবক্ষয় বলে মনে করেছেন অনেক সমাজবিদ্ ও
শিক্ষাবিদ।

  এমনি
অশ্লিল নৃত্যের সাক্ষী থাকল কুশমন্ডি ব্লকের
Educity B.Ed College, যেখানে দেখা যাচ্ছে কলেজের
ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের কোমর দুলিয়ে নাচ যা রীতিমত নেট দুনিয়ায়
ভাইরাল।
 “মোর
আঠারো সাল হয়ে গেলিক রে” এই গানের সাথে শিক্ষকরা কোমর দুলিয়ে দেবী সরস্বতীকে
বরন করে নিলেনবিদ্যার দেবীর সামনে এহেনো নাচ যে সমাজের অবক্ষয় তা প্রমাণ করল 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


Educity B.Ed Collegeমানুষ নাচ গানে অংশ নেবেন এটাই স্বাভাবিক
প্রবৃত্তি। কিন্তু যদি সেটা কলেজের ভিতরে ভোজপুরী গানের সমারোহে শিক্ষক শিক্ষিকার
কোমর দুলানো নাচ হয়
, তখনি
বেশি সমালোচনার ঝড় ওঠে।
 

এক্ষেত্রেও
তারা মানুষ তৈরীর কারিগর। ফলে সমালোচনা হচ্ছে আরোও বেশি। এপ্রসঙ্গে
, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির
কৃষি
  কর্মাধ্যক্ষ
তথা শিক্ষক রেজা জাহির আব্বাস বলেন
,  “শিক্ষা প্রতিষ্ঠানে
সংস্কৃতি ধ্বংস হয়
, এমন
নৃত্য কাম্য নয়।
  খবর লেখা
পর্যন্ত সেই কলেজের ছাত্র-ছাত্রীরা সাংবাদিককে ফোন করে খবর না ছাপানোর জন্য হুমকি
দেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *