October 28, 2024

কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের সাক্ষী রেখে উন্নয়নের কান্ডারী কার্তিক চন্দ্র পাল গেলেন বিজেপিতে

1 min read

কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের সাক্ষী রেখে উন্নয়নের কান্ডারী কার্তিক চন্দ্র পাল গেলেন বিজেপিতে

তনময় চক্রবর্তী অবশেষে কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী কার্তিক চন্দ্র পাল গেলেন বিজেপিতে । সর্বভারতীয় বিজেপি নেতা অমিত শাহ এক মেগা যোগ দান শিবিরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে দল পরিবর্তন করলেন কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক কার্তিক চন্দ্র পাল। জানা যায় গত দু’দিন ধরে কালিয়াগঞ্জ শহর থেকে হঠাৎ উধাও হয়ে যান পৌর প্রশাসক। তার ফোনের সুইচ অফ করে রাখা হয়। ফলের শহরে কানাঘুষা চলছিল এবার কি তাহলে কার্তিক চন্দ্র পাল যোগ দিচ্ছেন বিজেপিতে । এছাড়া আজ সকাল থেকে দেখা যায় শহরজুড়ে শুভেন্দু অধিকারীর পোস্টারের ছয়লাপ হয়ে যায়।

 

পরবর্তীতে দুপুরে মেদিনীপুরের সেই বিজেপির সাভায় যোগ দিলেন পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল। উল্লেখ্য বেশ কিছুদিন ধরে কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংয়ের সঙ্গে পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পালের বনিবনা হচ্ছিল না। পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে ছিল যে তৃণমূলের জেলা নেতৃত্ব, প্রশান্ত কিশোরের দলের পিকে বাহিনী ও সেটা সামাল দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া প্রতি পদক্ষেপে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস এর সঙ্গে পৌরসভার পৌর প্রশাসক এর বিভিন্ন বিষয়ে সংঘাতে লেগেই থাকত। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যেদিন থেকে কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তন হয়েছে সেদিন থেকেই তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয় পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল কে যেতে দেখা যায়নি। অবশেষে কালিয়াগঞ্জ শহরে  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এর মাঝেই প্রশাসক কার্তিক চন্দ্র পাল যোগ দিলেন বিজেপিতে । উল্লেখ্য দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক কার্তিক চন্দ্র পাল শুভেন্দু অধিকারী হাত ধরে কালিয়াগঞ্জ শহরে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন যা চোখে পড়ার মতো। আজ সেই মেদিনীপুরে সভামঞ্চে শুভেন্দু অধিকারী হাত ধরে হাত ধরে বিজেপি সর্বভারতীয় নেতা অমিত শার উপস্থিতিতে যোগ দিলেন বিজেপিতে কার্তিক চন্দ্র পাল। উল্লেখ্য বিজেপিতে প্রাক্তন পৌরপতি যোগ দেওয়ার ফলে এবারে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে যে একটা শক্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো কালিয়াগঞ্জ তা কিন্তু বলা যেতেই পারে। এখন দেখার বিষয় আগামী দিনে কালিয়াগঞ্জে বিধানসভা আসনে বিধায়ক পদের বিজেপির প্রার্থী হন কিনা প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *