October 23, 2024

কালিয়াগঞ্জে মাধ্যমিকের প্রথম দিনে সেরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে অভিভাবকদের ভীড়

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর- সারা রাজ্যের সাথে -উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বিদ্যালয়ের সামনে অভিভাবকদের ভিড় করতে দেখা যাচ্ছে।কালিয়াগঞ্জ শহরের সের গ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা গেল অভিভাবকদের ভিড় তাদের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, ঠিকমত নির্দিষ্ট আসনে বসতে পারলো কিনা তা দেখে নিশ্চিন্ত হবার জন্য ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিন্তূ শিক্ষা দপ্তরের অত্যন্ত কড়াকড়ি থাকার ফলে বিদ্যালয়ের ভেতরে কারো প্রবেশের অনুমতি না থাকায় অনেক অবিভাকরাই ক্ষুব্ধ।জানা যায় এবছরের মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে ছেলে পরীক্ষার্থীর চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা  সারা রাজ্যে বেশি।প্রতিটি জেলার ক্ষেত্রেও একই চিত্র।জানা যায় উত্তর দিনাজপুর জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৭৭৫৩জন।যার মধ্যে ছাত্রের সংখ্যা ১৩৩১৪জন এবং ছাত্রীর সংখ্যা ২৪৪৩৯জন। মোট মেইন ভেনুর সংখ্যা ১৮।সাব ভেনুর সংখ্যা ৮৫ টি।মোট ভেনুর সংখ্যা ১০৩টি।মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে সর্বত্র ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

0 thoughts on “কালিয়াগঞ্জে মাধ্যমিকের প্রথম দিনে সেরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে অভিভাবকদের ভীড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *