October 28, 2024

কালিয়াগঞ্জ পৌর সভার সাত দিন ব্যাপী পৌর উৎসব ২০২০ দিন ঘোষণা করলেন পৌর প্রসাশক

1 min read

কালিয়াগঞ্জ পৌর সভার সাত দিন ব্যাপী পৌর উৎসব ২০২০ দিন ঘোষণা করলেন পৌর প্রসাশক

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫ ডিসেম্বর:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার ৪র্থ বার্ষিক ২০২০র পৌর উৎসবের দিন ঘোষণা করলেন পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল পৌর সভায় এক নাগরিক সভার মধ্য দিয়ে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল বলেন ২০২০ সালের মার্চ মাস থেকে লকডাউনের কারনে আমরা আতঙ্কিত ছিলাম।কিন্তূ আমাদের কালিয়াগঞ্জ করোনার প্রভাব প্রথম দিকে একটু পড়লেও বর্তমানে কিছুই নেই বললে চলে।আমরা পৌর সভার পক্ষ থেকে সিধান্ত নিয়েছি আমরা প্রতিবারের মতই

এবারেও পৌর উৎসব ২০২০ করবো।কারন এই উৎসবের অপেক্ষায় কালিয়াগঞ্জ বাসী তাকিয়ে থাকে।স্থানীয় ছেলে মেয়েরা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে থাকে।তাদের বিভিন্ন ক্ষেত্রে উৎসাহ দেওয়াটাই আমাদের লক্ষ।তাই সবার সম্মতি নিয়েই আগামী ২৬ শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সাত দিন ধরে সরকারি বিধি নিষেধ মেন এই পৌর উৎসব চলবে। পৌর উৎসবের প্রথম দিন ২৬ শে ডিসেম্বর থাকবে বসে এক প্রতিযোগীতা,২৭শে ডিসেম্বর থাকবে কবিতা প্রতিযোগীতা,২৮শে ডিসেম্বর থাকবে কুইজ প্রতিযোগিতা,২৯শে ডিসেম্বর থাকবে সমবেত সঙ্গীত প্রতিযোগিতা,৩০শে ডিসেম্বর থাকবে সমবেত নৃত্য প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের শেষ দিন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত চিলেন কসলিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর সদস্য বসন্ত রায়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়,প্রাক্তন অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডু,সমাজ সেবী স্বপন সরকার,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা,পৌর সভার ফিন্যান্স অফিসার ছটু আগরওয়াল,নাট্য ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তী, বিভু ভূষন সাহা সহ অনেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *