October 28, 2024

সাংবাদিকতা পেশায় যদি মিথ্যা খবর পরিবেশন হয়  সেটার জন্য কিন্তু গোটা সমাজের কাছে ভুল  বার্তা পৌঁছে যায় বললেন রায়গঞ্জ পৌরসভার উপ পৌরপতি অরিন্দম সরকার

1 min read

সাংবাদিকতা পেশায় যদি মিথ্যা খবর পরিবেশন হয়  সেটার জন্য কিন্তু গোটা সমাজের কাছে ভুল  বার্তা পৌঁছে যায় বললেন রায়গঞ্জ পৌরসভার উপ পৌরপতি অরিন্দম সরকার

তনময় চক্রবর্তী  সাংবাদিকরা সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। বিশাল দায়িত্ব সাংবাদিকদের এবং কর্তব্য সমাজের প্রতি অসীম। সত্যি খবরটা জানার যে সুযোগ এবং ব্যবস্থা সেটা শুধুমাত্র সাংবাদিকরাই করতে পারে। আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জ পৌরসভার উপ পৌরপতি অরিন্দম সরকার একথা বললেন।

তিনি বলেন সাংবাদিকদের খবর দেখে আজও কিন্তু মানুষ কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা সরোজমিনে তদন্ত না করে ও আপনাদের লেখা আপনাদের লেখনি এবং টিভি চ্যানেলের উপস্থাপনা দেখে আজকের দিনে ও প্রচুর মানুষ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন। এটাই সত্যি।

অরিন্দম বাবু আরো বলেন অন্য পেশার মানুষ রা যদি এদিক-ওদিক করেন তাতে নিজের কিছু লাভ বা ক্ষতি হতে পারে কিন্তু সাংবাদিকতা পেশায় যদি মিথ্যা খবর পরিবেশন করে সেটার জন্য কিন্তু গোটা সমাজের কাছে ভুল বার্তা পৌঁছে যায়। আজকের দিনে টিআরপির জন্য অনেক জায়গায় এরকম কিছু হচ্ছে। যার ফলে এটা বলতে বাধ্য হতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আজকের সাংবাদিকদের যে সম্মান তাদের যে ঐতিহ্য সেটাতে কিন্তু মানুষ একটু সন্দেহের চোখে দেখছে। তিনি বলেন আশা করি এই সাংবাদিকতা আগামী দিনে আবার নিজের নিজের জায়গায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *