October 23, 2024

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রায়গঞ্জ ডিভিশনে ১৩টি নতুন বাস রাস্তায়

1 min read

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রায়গঞ্জ ডিভিশনের অধীনে
সাতটি রুটে মোট ১৩টি নতুন বাস রাস্তায় নামে। এনবিএসটিসি
র চেয়ারম্যান
মিহির গোস্বামী এদিন এর সূচনা করেন।
সংস্থা সূত্রে জানা গিয়েছেবর্তমানে রায়গঞ্জ ডিডিশনের অধীনে রায়গঞ্জবালুরঘাটচাঁচলমালদহ ও ফরাক্কা ডিপো থেকে ১৬০টিরও বেশি বাস বিভিন্ন রুটে চলাচল করে। এবার সেখানে আরও ১৩টি নতুন যোগ হওয়া এসব রুটে চলাচল করতে সাধারণ মানুষের বিশেষ সুবিধা হবে।এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছেএদিন রায়গঞ্জ-বনগাঁমালদহ-বনগাঁমালদহ-বহরমপুরবালুরঘাট-কলকাতা ভায়া বর্ধমানবালুরঘাট-কলকাতা ভায়া মোল্লাদিঘিচাঁচল-আসানসোল রুটে আপ ও ডাউন মিলিয়ে মোট ১২ বাস এবং বালুঘাট-চকভৃগু-গঙ্গারামপুর রুটে আরও একটি বাস অর্থাৎ মোট ১৩টি বাস পরিষেবার উদ্বোধন করা হয়েছে।

 এনবিএসটিসির রায়গঞ্জ
ডিপোর ভেতরে রায়গঞ্জ পুরসভা দ্বারা নির্মিত একটি যাত্রী প্রতীক্ষালয়েরও উদ্বোধন
করা হয়। সংস্থা সূত্রে জানা গিয়েছে
,
এই রুটগুলির মধ্যে একটি রুটে আগে
একটিমাত্র বাস চলত। বাকি সবক
টিতেই নতুন বাস চালানো হচ্ছে। এদিনের অনুষ্ঠানে মিহিরবাবুর
পাশাপাশি উপস্থিত ছিলেন এনবিএসটিসি
র ম্যানেজিং ডিরেক্টর সুবল রায়, রায়গঞ্জ পুরসভার
চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস
, উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ পূজা
আচার্য
, এনবিএসটিসির রায়গঞ্জের
ডিভিশনাল ম্যানেজার সুবীর সহা সহ অন্যান্যরা।
 সুবীরবাবু বলেন,
সংস্থার রায়গঞ্জ ডিভিশনের অধীনে মোট
১৩টি নতুন বাসের উদ্বোধন হল। এরমধ্যে বালুঘাট-চকভৃগু-গঙ্গারামপুর রুটে একটিমাত্র
বাস আগে থেকে চলছে। সেখানে আরও বাস সহ মোট ছ
টি রুটে নতুন বাসে উদ্বোধন করা হল। ডিপোতে রায়গঞ্জ পুরসভার
উদ্যোগে তৈরি হওয়া যাত্রী প্রতীক্ষালয়েরও উদ্বোধন হয়েছে। এসব রুটে বাস চালু
হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন।
 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *