October 28, 2024

শ্রীমতি নদীর  ধারে কালিয়াগঞ্জ পুরসভার  প্রশাসক  কার্তিক পাল

1 min read

শ্রীমতি নদীর  ধারে কালিয়াগঞ্জ পুরসভার  প্রশাসক  কার্তিক পাল

দীপাবলির উৎসব কাটতে না কাটতে এবারে ছট পূজায় মেতে উঠবে আপাময় বাঙালী।ছট পূজা হিন্দী ভার্ষি মানুষদের হলেও এই পূজা এখোন সব জাতীর মানুষেরা নিষ্ঠা সহকারে করে থাকে।আগামী শুক্রবার বিকালে সূর্যগামী সূর্যকে অর্ঘ দিয়ে পূজার সূচনা হবে এবং শনিবার উদিওমান সূর্যকে অর্ঘদিয়ে সমাপ্ত হবে।

তাই এখোন যোর কদমে পূজার প্রস্তুতি শুরু হয়েছে ব্রত চারিদের বাড়ি বাড়িতে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভায় অন্তর্গত ১৪ টি ঘাটে পূজা হয়ে থাকে।তার মধ্যে শহরের মাঝে শ্রীমতি ঘাটে বেশি সমাগম হয়।ব্রত চারিদের যাতে সমস্যা না হয় সেই কারণে পুরসভার উদ্যোগে কালিয়াগঞ্জের প্রতিটি ঘাটে সাফাই অভিযান চলছে।তেমনি পুরসভা নিয়ন্ত্রিত শ্রীমতি নদীর ঘাট পুরসভার সাফাই কর্মীরা সাফাই অভিযান করছে।

যাতে পূজারভদিনে ব্রত চারিদের কোন প্রকার সমস্যা না হয়।এদিন কার্তিক পাল নিজে গিয়ে কাজের তদারকি করেন।এবং ঘাট সাফাইয়ের দায়িত্বে থাকা সুপার ভাইজারকে নির্দেশ দেন যাতে সঠিক ভাবে ঘাট পরিস্কার এবং ব্রত চারিরা যে পথ দিয়ে আসবে সেই রাস্তা পরিস্কার করা।এবং করোনা ভাইরাসের মানুষ যাতে সরকারি বিধি মেনে চলেন সেই কারণে সরকারি ভাবে সব ব্যবস্থা করা হবে বলে জানান।পুরসভার কাজে খুশি ছট পূজার ব্রতচারীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *