October 28, 2024

আত্রেয়ী নদীতে জলের দাবীতে শিল্পী -পরিবেশকর্মীরা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ

1 min read

আত্রেয়ী নদীতে জলের দাবীতে শিল্পী -পরিবেশকর্মীরা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ

তপন চক্রবর্তী আত্রেয়ীর বুকে আবার জল কমছে।এইতো কদিন আগেই জল বেশি ছিল। তাহলে কি আবার ভারতবর্ষের দক্ষিণ দিনাজপুরে আত্রেয়ী নদীতে জল আসার পথে বাংলাদেশে বাধা পাচ্ছে। আজ সেই উপলক্ষ্যেই একটি অভিনব কর্মসূচি নিয়েছিল ইনোভেটিভ গ্রীন আইডিয়াস অ্যান্ড লাইনস।যারা সৃজনশীলতার সাথে নদী-প্রকৃতি- পরিবেশের কথা বলার জন্য জন্ম নিয়েছে।তাদেরই আয়োজনে আজ আত্রেয়ী নদীর বুকে নৌকায় সমবেত হলেন সঙ্গীতশিল্পী, আবৃত্তিশিল্পী, পরিবেশ কর্মীরা। আত্রেয়ীর বুকে জলের দাবীতে তারা গান, কবিতা, আবৃত্তি,নদীর দাবী নিয়ে সমবেত হয়েছিলেন খিদিরপুর হালদারপাড়া ঘাটে।

ইনোভেটিভ গ্রীণ আইডিয়াজ অ্যান্ড লাইনস-এর পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন তনুশ্রী প্রামাণিক।’ও নদী রে.. এবং ওগো নদী আপন বেগে’ এই দুটি গান অপূর্ব গায়ন শৈলীর মাধ্যমে পরিবেশন করেন সঙ্গীতশিল্পী অন্তরা মুখার্জী।অনুপ দত্তের আত্রেয়ীর প্রতি অনুভব ও তুহিন শুভ্র মন্ডলের ‘আত্রেয়ী, ও আমার আত্রেয়ী’ পাঠ করেন গুণী আবৃত্তিশিল্পী অহনা গোস্বামী।পরিবেশ বন্ধু ঝন্টু হালদার তার কথায় তুলে আত্রেয়ীর অতীত, ঐতিহ্য ও বর্তমানের আত্রেয়ীর কথা। জলহীন আত্রেয়ীর কথা। তুহিন শুভ্র মন্ডল তার লেখা ‘আত্রেয়ী তোমাকে একটা চিঠি দেবো’ শোনান। যেখানে উঠে আসে আত্রেয়ীর প্রতি ভালবাসার কথা।সুমন হালদার আত্রেয়ীর অবস্থার কথা বলেন।উঠে আসে বাংলাদেশের রাবার ড্যামের কথা। জল নিয়ন্ত্রণের কথা। আত্রেয়ী বাঁচাও আন্দোলনের কথা।সঙ্গীতশিল্পী অন্তরা মুখার্জী ভট্টাচার্য, আবৃত্তিশিল্পী অহনা গোস্বামী, লেখক ঝন্টু হালদার, সুখেন হালদার তনুশ্রী প্রামাণিক আত্রেয়ীর বুকে জলের দাবীকে সমর্থন করেন।ইনোভেটিভ গ্রীণ আইডিয়াজ অ্যান্ড লাইনস এর পক্ষে তুহিন শুভ্র মন্ডলের কথায়- আত্রেয়ী নদীর বুকে আবার জল কমছে। সেই কথাই দাবীর আকারে বলা হল।গান, কবিতা, আবৃত্তির মাধ্যমে। আমরা আবার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের আত্রেয়ী নদীর প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *