October 28, 2024

বিতর্কের অবসান,মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের শৌচালয় ভেঙে পাশে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের মডেল বসানোর কাজ শুরু

1 min read

বিতর্কের অবসান,মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের শৌচালয় ভেঙে পাশে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের মডেল বসানোর কাজ শুরু

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭,নভেম্বর: অবশেষে সমস্ত বিতর্কের অবসান। কালিয়াগঞ্জের সৌন্দর্য্যায়নের জন্য শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের জায়গায় শৌচাগারের পাশে শ্রীকৃষ্ণের কালিয়াদমনের একটি মডেল বসানো নিয়ে কয়দিন ধরে যে বিতর্ক চলছিল অবশেষে তার অবসান হল।

বেশ কিছু নাগরিকদের মধ্যে থেকে অভিযোগ উঠেছিল যে একটি শৌচাগারের পাশে কোন ভাবেই দেব দেবীর মূর্তি বসানো যায়না।তাই এর বিকল্প কোন ব্যবস্থা নাট মন্দির কর্তৃপক্ষকে করতে হবে,নচেৎ কজজ বন্ধ রাখতে হবে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে কালিয়াগঞ্জের বিশ্বহিন্দু পরিষদ,কালিয়াগঞ্জ নাট মন্দির কমিটি এবং কালিয়াগঞ্জের সর্বস্তরের নাগরিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।সভায় নানান ধরনের প্রস্তাব এলেও কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল বলেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের কালিয়াদমনের মডেল পার্শ্ববর্তী একটি শৌচাগারের পাশে বসানো নিয়ে বেশ কয়েকদিন ধরেই

বিতর্ক চলছিল।তাই নাগরিকদের সেন্টিমেন্টে আঘাত দিয়ে কোন রকম সৌন্দর্য্যয়নের কাজ করা ঠিক নয়।তাই মডেল বসানোর পার্শ্ববর্তী স্থানে থাকা শৌচাগারটি সেখান থেকে উঠিয়ে দেবার সিধান্ত নেওয়া হল।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক পাল বলেন পৌর সভার পক্ষ থেকে শৌচাগারটি উঠিয়ে দিয়ে সেখানে একটি নাট মন্দিরের অফিস ঘর করবার প্রস্তাব দিলে সভায় উপস্থিত সকলেই এই প্রস্তাবকে হাত তুলে সমর্থন করে।আমরা এখানে রাজনীতি করতে বা ধর্মীয় উস্কানি দিতে কেও আসিনি।আমরা এলাকার উন্নয়ন করবার জন্যই সম্রা এসেছি।তিনি মন্দিরের দিকে আঙ্গুল দেখিয়ে বলেন আমরা কি রাজনীতি জানি,আসল রাজনীতিবিদতো মন্দিরেই বসে আছেন।তিনি যে ভাবে কর্ম করাচ্ছেন সেই ভাবেই আমরা করছি।তার ইচ্ছাতেই আজকের এই সমস্যার সমাধান হল বলে তিনি মনে করেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন নাট মন্দির কমিটির পক্ষ থেকে সম্পাদক দুলাল কুন্ডু, সুনীল সাহা,পরিতোষ নন্দী,স্বপন চক্রবর্তী,শান্তনু চক্রবর্তী ,প্রকাশ কুন্ডু। বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে ছিলেন মদন আগরওয়াল,পরেশ সরকার এবং উপস্থিত ছিল বেশ কিছু এলাকার নাগরিকবৃন্দ। কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল এই বিতর্কিত সমস্যার সমাধান করায় উপস্থিত প্রত্যেকেই তাকে অভিনন্দন জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *