October 28, 2024

নতুন ব্রিজ তৈরির কাজের পরিদর্শন করল ইটাহারে তৃনমূলের বিধায়ক অমল আচার্য্য

1 min read

নতুন ব্রিজ তৈরির কাজের পরিদর্শন করল ইটাহারে তৃনমূলের বিধায়ক অমল আচার্য্য

৬ নভেম্বর শশাঙ্ক সরকার ইটাহার: গ্রাম বাসিন্দাদের দাবি মতো অবশেষে নতুন ব্রিজ তৈরির কাজের পরিদর্শন করল ইটাহারে তৃনমূলের বিধায়ক অমল আচার্য্য, এদিন ইটাহার থানার কাপাশিয়া অঞ্জলের নমুনিয়া গ্রাম এলাকায় গ্রামীন সরকের উপর থাকা দুব’ল সেতুর পাশে ব্রিজ তৈরির পরিকল্পনা করেন বিধায়ক অমল আচার্য্য সহ জেলার ইঞ্জিনিয়ার আধিকারিক গন।

বিধায়ক অমল আচার্য্য বলেন নমুনিয়া গ্রাম এলাকায় গ্রামীন সরকের উপর দীর্ঘ দিনের ব্রিজ টি দুব’ল হয়ে পরেছে, ভাড়ি যান বাহন না চললেও ছোট যানবাহন সহ সাধারণ মানুষ চলাচল করে, তবে ইতি মধ্যে পুরনো ব্রিজের পাশে নতুন ব্রিজ তৈরির রাজ্য সরকারের তরফে অনুমোদন ও অথ’পাওয়া সহ কাজের টেন্ডার হয়েছে, সেই কারনে আজকে জেলার ইঞ্জিনিয়ার সহ প্রধান দের নিয়ে ব্রিজ তৈরির পরিকল্পনা পরিদর্শক করা হলো।

তবে নতুন ব্রিজ তৈরি হবে বলে খুশি এলাকার বাসিন্দা ইমরুল কায়েস বলেন নমুনিয়া গ্রাম হয়ে পাশ্ববর্তী অঞ্জল সহ একাধিক গ্রাম রয়েছে পাশাপাশি এই রাস্তার হয়ে পাশ্ববর্তী

 

জেলা মালদহ চাচলে খুব সহজেই যাওয়া যায়, কয়েক টি গ্রামের বাসিন্দারা বিধায়ক অমল আচার্য্যের কাছে আবেদন জানাই ও আমাদের দাবি মতো বিধায়ক এর সহযোগিতায় নতুন ব্রিজ পেতে চলেছি ফলে খুশি এলাকার সাধারণ মানুষ। এদিনের কম’সূচিতে ছিলেন হুসেন আলি, ওবাইদুর রহমান, মজিবুর রহমান সহ অন্যান্য দলিও নেতৃত্বরা উপস্থিত ছিলেন,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *