October 25, 2024

জমিতে নাড়া পোড়ানো বিরোধী দিবস উপলক্ষে প্রগতিশীল কৃষকদের নিয়ে সচেতনতা শিবির

1 min read

জমিতে নাড়া পোড়ানো বিরোধী দিবস উপলক্ষে প্রগতিশীল কৃষকদের নিয়ে সচেতনতা শিবির

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪ নভেম্বর:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকোল লক্ষী পুরের সরকারি কৃষি মান্ডিতে কালিয়াগঞ্জ ব্লকের কৃষি দপ্তরের উদ্দ্যোগে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।সচেতনতা শিবিরের মূল বিষয় ছিল জমিতে নাড়া পোড়ানো বিরোধী দিবস।

কৃষক সচেতনতা শিবিরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ।শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের প্রগতিশীল চাষিরা।কালিয়াগঞ্জ ব্লকের সহ-কারী কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলেন কৃষকরা যাতে জমি থেকে ফসল তোলার পর জমিতে থাকা ধান গাছের নাড়া না পুড়িয়ে ফেলে তার জন্য সতর্কতা অবলম্বন করবার কারনে এই সচেতনতা শিবির।

তিনি বলেন জমিতে নাড়া পোরানোর ফলে পরিবেশ দূষিত হয়ে পরে।আমরা অনেকেই বুঝতে পারিনা।।আমাদের কৃষকদের এর থেকে সাবধান থাকতে হবে।পরিবেশ ও কৃষি জমিকে দূষণের হাত থেকে রক্ষা করতে আমাদের কৃষকদের এগিয়ে আসতে হবে।তিনি বলেন কৃষি দপ্তরের নির্দেশিকা মেনে কাজ করলে কৃষকরা উপকৃত হতে পারবেন বলে জানান।সচেতনতা শিবিরে কৃষি দপ্তরের বেশ কিছু আধিকারিকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *