October 28, 2024

কালিয়াগঞ্জের নবনির্মিত বাসস্ট্যান্ডটি দীর্ঘ দিন ধরে নির্মিত হয়ে থাকলেও উদ্বোধন বিশ বাও জলে

1 min read

কালিয়াগঞ্জের নবনির্মিত বাসস্ট্যান্ডটি দীর্ঘ দিন ধরে নির্মিত হয়ে থাকলেও উদ্বোধন বিশ বাও জলে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে নবনির্মিত পৌর বাসস্ট্যান্ডের উদ্বোধন না হওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ।কারন হিসাবে জানা যায় বর্তমানে অস্থায়ী বাস স্ট্যান্ড যেখানে করা হয়েছে সেখানে বাসের অপেক্ষায় থাকতে হয় রোদ্রের মধ্যে দাঁড়িয়ে।মাথার উপরে নেই কোন আস্তানা।মহিলাদের জন্য নেই কোন শৌচাগার।মহিলাদের বেশিরভাগ সময় পাশে অবস্থিত পোস্ট অফিসের শৌচাগার ব্যবহার করতে হয়।

 

কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে রাজ্য পরিবহন দপ্তরের আর্থিক সাহায্যে শহরের বিবেকানন্দ মোড়ে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক একটি বাস স্ট্যান্ড নির্মাণ হয়ে পরে থাকলেও কবে নবনির্মিত বাস স্ট্যান্ডের উদ্বোধন হবে তা কেউ সঠিক ভাবে বলতে পারছে না।কথা ছিল রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী বাস স্ট্যান্ডের উদ্বোধন করতে আসছেন অক্টোবর মাসের শেষে।পরবর্তীতে জানানো হয় নভেম্বরের প্রথমেই তিনি আসবেন।সেইমত শুরু হয়ে যায় নবনির্মিত পৌর বাস স্ট্যান্ডকে সাজিয়ে তোলার কাজ।উদ্বোধন উপলক্ষে করা হয় বিশাল আকারের বাঁশের স্ট্রাকচার এবং মঞ্চ। কিন্তু পরক্ষণেই জানা যায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূল সুপ্রিমোর ঠান্ডা লড়াই শুরু হবার ফলে শুভেন্দু অধিকারী আর আসছেন না।জানা যায় গত ৫ই নভেম্বর ইটাহারের নবনির্মিত বাস স্ট্যান্ডের উদ্বোধন করবার কথা থাকলেও সেখানেও তিনি আসেন নি। বুধবার মুখ্যমন্ত্রী নিজে নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন ইটাহারের নবনির্মিত বাসস্ট্যান্ডটি।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল বলেন হয়তোবা মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই কালিয়াগঞ্জের বাস স্ট্যান্ডটি কোন একদিন ভারচুয়াল উদ্বোধন করতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *