October 23, 2024

রায়গঞ্জ শহরের উন্নয়ন এখন ছড়িয়ে পড়েছে রায়গঞ্জের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে যেভাবে শহরের উন্নয়নমূলক কাজ হচ্ছে তা এককথায় নজিরবিহীন যা আগে কখনো রায়গঞ্জের মানুষ চোখে দেখেনি এখন যা প্রতিশ্রুতি দেওয়া  হয় তা কাজে পরিণত করা হয় বৃহস্পতিবার 
রায়গঞ্জ বিধান মঞ্চে পৌরসভার উদ্যোগে পালস পোলিও রোগ নির্মূল করার লক্ষ্যে একটি সচেতনতা শিবিরে 
বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি 
সন্দীপ 
বিশ্বাস তিনি বলেন আগের পৌরসভায় যে বোর্ড দায়িত্বে ছিল  ,তারা শুধু শহরের মানুষকে ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে 
তারা কিছুই করতে  পারেনি কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রায়গঞ্জ শহরে যেভাবে দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে পৌরসভার উদ্যোগে তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না

শহরের এমন কোন জায়গা নেই যেখানে আলোর ব্যাবস্থা নেই শুধু তাই নয় শহরের জেল 
খানা মোড়ে যেমন গত তিন মাস আগে একটি উচ্চ বাতিস্তম্ভ আলোর ব্যাবস্থা করা হয়েছে ,তেমনি 
সেখানে একটি যাত্রী প্রতীক্ষালয় তৈরি করে সাধারণ মানুষের উদ্দেশ্যে তা খুলে দেওয়া হয়েছে


এতে বহু মানুষের উপকার হবে বলে পৌরপতি জানান তিনি বলেন এই সমস্ত কাজ গুলোই রায়গঞ্জ পৌরসভা করছে অত্যন্ত নিষ্ঠা সহকারে শুধুমাত্র পৌরসভার ২৭  টি ওয়ার্ড এই তাদের উন্নয়নের ধারাকে সীমিত রাখছে তা নয় শহরের ৩৪   নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি মোড়ে 
বিশিষ্ট জননেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির একটি 
অবখ্য মুতি বসানোর কাজ শুরু করা হয়েছে
তিনি বলেন শহরের স্বচ্ছতা বজায় রাখতে শহরে ডাস্টবিন এর ব্যাবস্থা কে যেমন আধুনিক করে তোলা হয়েছে তেমনই শহরের বিদ্যতিক ব্যাবস্থাকে জোরদার করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 
মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় রায়গঞ্জ শহরে ১৬০০ এল ডি লাইট পেয়েছে

যে লাইটের মূল্য প্রায় 3 কোটি টাকার উপরএছাড়া রায়গঞ্জ বাসীর দিঘদিনের স্বপ্ন বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হয়ে গেছে


পৌরপতি সন্দীপ বিশ্বাস বলেন এইসব কাজ গুলি করা হচ্ছে একে বারেই নিঃশব্দে নীরবে তিনি আগের জনপ্রতিনিধিদের কটাক্ষ করে বলেন তারা শহরবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শহরে বেতার দূরদর্শন কেন্দ্র হবে কিন্তু সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে গেছে কাজের কাজ কিছুই হয়নি[


 এছাড়া শহরবাসীকে বিগত দিনে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছিল একটি বিমান ঘাঁটি এখানে করা সেটাও করেনি তারাএছাড়া তিনি আরো বলেন তারা এমস এর ধাঁচে একটি হাসপাতাল করবে বলেছিল সেটাও করতে পারেনি তারা[ তিনি দিন বলেন রায়গঞ্জ পৌরসভা যে কাজগুলো করছে সেগুলো যাতে সমস্ত জায়গায় হাটে বাজারে,  চায়ের দোকানে সহ বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে প্রচার করা হয় সে ব্যাপারে দিন সকলের সামনে আবেদন রাখেন। 

সন্দীপবাবু বলেন তিনি যে সব কথাগুলো বলছেন এগুলো কোন রূপ কথার গল্প নয় এগুলো বাস্তবে মাটিতে দাঁড়িয়ে রায়গঞ্জ এর কথা বলছেন[ তিনি বলেন রায়গঞ্জ শহরে উন্নয়ন শুধু মাত্র গুটিকয়েক জায়গার মধ্যে সীমিত নয় এই উন্নয়ন এখন ছড়িয়ে পড়েছে  রায়গঞ্জের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *