October 28, 2024

আপনারা কী জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কন্যাশ্রী ও যুবশ্রী দেয় কারা ? খুঁজে বের করলেন ড: তাপস পাল

1 min read

আপনারা কী জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কন্যাশ্রী ও যুবশ্রী দেয় কারা ? খুঁজে বের করলেন ড: তাপস পাল

প্রহ্লাদ মন্ডল বোলপুরের প্রান্তিক কেয়ার দ্যা আর্থ মমতা বন্দোপাধ্যায়ের কন্যাশ্রী ও যুবশ্রী প্রকল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগত উদ্যোগে কন্যাশ্রী ও যুবশ্রী-র মতো প্রকল্প করেছে |

সমাজসেবিকা শ্রীমতি অর্চনা চক্রবর্তী স্মৃতি স্মরণে ২রা আগস্ট মাতৃ দিবস উদযাপান করে প্রান্তিক কেয়ার দ্যা আর্থ কিন্তু কভিড-১৯ এর কারণে এই অনুষ্ঠান ১৪ই অক্টবর ২০২০তে আয়োজিত হয় | প্রান্তিক কেয়ার দ্যা আর্থ সংস্থাটি নিজস্ব ফান্ডের থেকেই দীর্ঘ পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মা-মাটি- সমাজ আদর্শে ‘কন্যাশ্রী’ , ‘যুবশ্রী’, ‘মায়ের দেওয়া মোটা কাপড়’, ‘অন্নকূট’ প্রকল্পের মতো কাজ করছে | এবছর ১৫জন শিক্ষার্থীকে কন্যাশ্রী স্বরূপ সাধ্যমতো নগদ টাকার, ফলের ঝুড়ি ও ১৭০জন আদিবাসী মহিলার মধ্যে চালের প্যাকেট, শাড়ি, খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রান্তিক কেয়ার দ্যা আর্থ এর কর্ণধার শ্রী অমল কৃষ্ণ চক্রবর্তী ও তার সুযোগ্য সন্তান অংশুমান চক্রবর্তী |

প্রান্তিক কেয়ার দ্যা আর্থ, নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত একটি রিসার্চ ও ট্রেনিং সেন্টার | বার্ষিক এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশেষ কারণে খ্যাত ব্যক্তিদের তাদের কাজকে সাধুবাদ জানাতে ও আরও উৎসাহিত করতে প্রান্তিক কেয়ার দ্যা আর্থ তাদের সম্মানিত করে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *