October 28, 2024

স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের পাশাপাশি এবার পুরসভার সাফাইকর্মীরাও যাতে প্রথম দফায় করোনার ভ্যাকসিন পান, সেজন্য উদ্যোগী হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর

1 min read

স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের পাশাপাশি এবার পুরসভার সাফাইকর্মীরাও যাতে প্রথম দফায় করোনার ভ্যাকসিন পান, সেজন্য উদ্যোগী হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর

তনময় চক্রবর্তী স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের পাশাপাশি এবার পুরসভার সাফাইকর্মীরাও যাতে প্রথম দফায় করোনার ভ্যাকসিন পান, সেজন্য উদ্যোগী হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। করোনার ভ্যাকসিন ভারতে দেওয়া শুরু হলে সেই ভ্যাকসিন প্রথম পর্যায়ে কাদের দেওয়া হবে, তার একটি নির্দেশিকা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে মূলত স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যুক্ত ডাক্তার, নার্স, প্যাথলজিক্যাল কর্মী সহ সকলের কথা বলা আছে। সেইমতো জেলা স্বাস্থ্যদপ্তরের কর্তারা তালিকা বানানো শুরু করে দিয়েছেন। কিন্তু তালিকায় পুরসভার সাফাইকর্মীদের নাম যুক্ত করা হয়নি।

বিষয়টি সামনে আসতেই রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম তৎপর হন। বৃহস্পতিবার তিনি জানান, করোনা শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্যদপ্তরের সঙ্গে সমানতালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বিভিন্ন পুরসভার সাফাইকর্মীরাও। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা যোদ্ধা হিসেবে সাফাইকর্মীদেরও মান্যতা দিয়েছেন। তাঁদের কারও করোনা হলে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাই ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে তাঁদেরকে যোগ করা দরকার। এরপরই মন্ত্রীর নির্দেশে ওই দপ্তরের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী বুধবার একটি চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্যদপ্তরের সচিব সৌমিত্র মোহনের কাছে।তাতে বলা হয়েছে ভ্যাকসিন প্রাপকদের তালিকায় পুরসভার সাফাইকর্মীদেরও যুক্ত করা হোক।সরকারি সূত্রের খবর, রাজ্যের প্রতিটি জেলার প্রশাসনকে যেমন স্বাস্থ্যকর্মী, আশাকর্মী সহ সামনের সারিতে থেকে লড়াই করা করোনা যোদ্ধাদের নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে, তেমনই পুরসভাগুলিকেও খুব দ্রুত সাফাইকর্মীদের নামের তালিকা প্রস্তুত করতে বলা হবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে সেই নামের তালিকা তৈরির কাজ চলছে।  উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রায় ১৫৫ জন চিকিৎসকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর ও ডালখোলা পুরসভার যথাক্রমে ২০০, ২০০, ১৫০ ও ১০০ জনের মতো সাফা‌ইকর্মী রয়েছেন। তালিকায় জেলার নয়টি উপ স্বাস্থ্যকেন্দ্র, তিনটি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রত্যেক চিকিৎসকের এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় ২০ হাজার জনের নাম রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *