October 23, 2024

ছন্দ আড্ডা আর গানে জানা অজানা অদ্রিতা ঝিনুক

1 min read
আদ্রিতা ঝিনুক নামটা শুনলে কেমন খটকা লাগছে তাই না? ভাবছেন তো এরকম নামের রহস্য কি? আসলে এই স্বাধীনচেতা গায়িকা নিজের পদবিতে না, তিনি নিজের নামে পরিচিত হতে চান তাই তিনি তার ভালো নাম আদ্রিতা আর ডাকনাম ঝিনুক এইভাবে নিজেকে সকলের কাছে পরিচিত করেন।ছোট থেকে গানের তালিম না নিলেও তার পছন্দের গায়িকা দের গান শুনে ঠিক একই রকমভাবে গাইতে পারতেন মেয়ের গানের প্রতি এত উৎসাহ আর ভালোবাসা দেখে 7 বছর বয়সে তার বাবা তাকে গান শেখাতে ভর্তি করে দেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কিন্তু এই সুরেলা যাত্রাপথে তিনি উপলব্ধি করেন বহুযুগ থেকেই বাংলায় প্রচুর গুণী গায়িকা থাকলেও মিউজিক ডিরেকশন এর ক্ষেত্রে এই সংখ্যাটা মাত্র হাতে গোনা কয়েক জন আর তাছাড়া তিনি তো সেই কলেজ জীবন থেকেই নিজের লেখা গান বন্ধুদের নিজের নাম না জানিয়ে গেয়ে সকলকে অবাক করে দিতেন । ব্যস এতটাই ভাবনা তারপর থেকে শুরু হলো মিউজিক ডিরেকশন আর সাথে ছিল কিছু করে দেখানোর অদম্য জেদ  যা আমাদের সকলের কাছে তুলে ধরলো এক অন্যতম সফল মহিলা মিউজিক ডিরেক্টরকে।সীমারু মিউজিক ও জী মিউজিক এর সাথে তিনি বহু কাজ করেছেন যেখানে তিনি রাজ বর্মনের মতো গুণী শিল্পীর সাথে কাজ করেছেন । তার আগত কাজ গুলির মধ্যে  অন্যতম দুটো কাজ হলো জী মিউজিক এর সাথে যার একটিতে তিনি গান লিখেছেন এবং মিউজিক দিয়েছেন এবং অপরটিতে নিয়ে গান ও গেয়েছেন ।এছাড়া তিনি প্লে টু কিল  বলে একটি আগত বাংলা সিনেমাতেও রাজ বর্মনের সঙ্গে গান গেয়েছেন ,এই সিনেমাটিতে উনি ছাড়াও রুপম ইসলামের ও একটি গানের কথা শোনা যায় । এছাড়া “সাদা”এর নারী কণ্ঠটিতে তার গলা শোনা যাবে ।এছাড়া 12 ই মার্চে মাদার্স ডে স্পেশাল একটি মিউজিক ভিডিও এলবাম রিলিজ হল যেখানে তিনি মিউজিক দিয়েছন অভিমান বাবু গানটি লিখেছেন এবং রূপঙ্কর বাগচী গানটি গেয়েছেন ।BARTAMANER KATHA এর পুরো টিমের পক্ষ থেকে অদৃতা ঝিনুক কে জানাই আন্তরিক ভালোবাসা এবং তার আগত কাজগুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *