October 27, 2024

রাজ্যের বাংলা সহায়তা প্রকল্পে দুটি কম্পিউটার ও অনলাইন সরঞ্জাম দেওয়া হোল আদিবাসী অধ্যুষিত গ্রামিন গ্রন্থাগারে ইটাহারে

1 min read

রাজ্যের বাংলা সহায়তা প্রকল্পে দুটি কম্পিউটার ও অনলাইন সরঞ্জাম দেওয়া হোল আদিবাসী অধ্যুষিত গ্রামিন গ্রন্থাগারে ইটাহারে

১৫ অক্টোবর শশাঙ্ক সরকার ইটাহার: রাজ্যের বাংলা সহায়তা প্রকল্পের আদিবাসী অধ্যুষিত গ্রামিন গ্রন্থাগারের এলাকার অনলাইনে কাজের সুবিধার্থে দুটি কম্পিউটার ও অনলাইন সরঞ্জাম দেওয়া হয় ইটাহারে। এদিন ইটাহার থানার জয়হাট অঞ্জলের চাকলা আদিবাসী অধ্যুষিত গ্রন্থাগারের ব্লক প্রশাসনের তরফে কম্পিউটার ও সরঞ্জাম দেওয়া হয়।

গ্রন্থা গারের আধিকারিক মনিন্দ্র নাথ মুর্মু বলেন বাংলা সহায়তা প্রকল্পের মাধ্যমে যে কম্পিউটার ও অনলাইন সরঞ্জাম পাওয়া গেছে কারন আদিবাসী অধ্যুষিত এলাকার সাধারণ অনলাইন কাজ বলতে রেশন,আদার কাড’

সহ এখনো অনেক আদিবাসী বুঝে উঠতে পারে ফলে এই গ্রন্থাগার থেকে সরকারী ভাবে সেই সব পরিষেবা দেওয়া হবে, লক ডাউনে গ্রন্থাগার বন্ধ থাকলেও কিছু দিন আগে গ্রন্থা গার খোলা হলেও গ্রন্থা গারে, ছাত্র ছাত্রীরা সহ এলাকার শতাধিক মানুষ নিত্যদিন পঠন পাঠন করা সহ বিভিন্ন ধরনের বই পত্র দেওয়া নেওয়া হয়, ফলে গ্রন্থা গারে যারা আসেন তাদের ও সুবিধা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *