October 27, 2024

১২ দফা দাবির ভিত্তিতে ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে ডেপুটেশন দিল আশা কর্মীরা

1 min read

১২ দফা দাবির ভিত্তিতে ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে ডেপুটেশন দিল আশা কর্মীরা

শশাঙ্ক সরকার ইটাহার ১২ দফা দাবির ভিত্তিতে ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে ডেপুটেশন দিল আশা কর্মীরা। সোমবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এর ইটাহার ব্লক কমিটির পক্ষ থেকে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক মনুগোড়া ফেবরিট এক্কার কাছে এই ডেপুটেশন সহ স্মারকলিপি প্রদান করেন ইটাহার ব্লকের বেশ কিছু আশা কর্মী।

এদিন তারা ইটাহার চৌরাস্তা এলাকা থেকে মিছিল করে এসে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। এরপর ব্লক স্বাস্থ্য আধিকারিক মনুগোড়া ফেবরিট এক্কার হাতে তাদের বিভিন্ন দাবি ভিত্তিক স্মারকলিপি তুলে দেন। মূলত, আশা কর্মীদের স্বাস্থ্য কর্মীর মর্যাদা দেওয়া, নূনতম বেতন ২১ হাজার করা, সমস্ত বকেয়া টাকা ফেরৎ, আশা কর্মীদের পেনশনের ব্যবস্থা, নিরাপত্তার সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে আজকের এই কর্মসূচি বলে জানান সংগঠনের সদস্যারা। এই ১২ দফা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন আশা কর্মীরা। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক দাবিপত্র ক্ষতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মাধবীলতা পাল, মনসুরা খাতুন, দুলালী সোরেন, অর্চনা রায়, তনিজা খাতুন সহ অন্যান্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *