October 27, 2024

দেবী দশভূজা কে সাজাতে ব্যস্ত মালাকার শিল্পীরা।

1 min read

দেবী দশভূজা কে সাজাতে ব্যস্ত মালাকার শিল্পীরা।

পিয়া গুপ্তা চক্রবর্তী,উৎসব প্রিয় বাঙালীর মনে আনন্দের উচ্ছ্বাস। মন্ডপে মন্ডপে ঘুরে দশভূজার মনমোহিনী রূপ দেখে অভিভূত হবে সকলেই। মায়ের এই সৌন্দর্যতা ফুটিয়ে তুলবেন মৃৎশিল্পীদের সাথে সাথে মালাকার শিল্পীরাও। শুধু মাত্র প্রতিমা বা মন্ডপ নির্মান বা আলোকসজ্জা নয়। শারদীয়ার অন্যতম আকর্ষন দেবী অলংকারও।

তাই এখন মালাকার শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর এলাকার দক্ষিন আখানগর শিল্পী সুনীল মালাকার ও তার পরিবার। প্রতিবছরের মতো এবারও অলঙ্কার তৈরি তে ব্যস্ত ।বর্তমান অগ্নিমূল্যের বাজারে পাল্লা দিয়ে প্রাপ্য লাভটুকুও হাতে এসে পৌছায় না বলে জানান বলেন ৭৬ বছরের বর্ষীয়ান প্রবীণ শিল্পী সুনীল মালাকার । এই কাজ তাঁদের পিতৃপুরুষেএ আমল থেকে চলে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *