October 27, 2024

দুর্গাপুর ওমেন্স কলেজকে পশ্চিমবঙ্গে প্রথম ‘স্থিতিশীল মডেল কলেজ ক্যাম্পাস’- হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড: তাপস পাল

1 min read

দুর্গাপুর ওমেন্স কলেজকে পশ্চিমবঙ্গে প্রথম ‘স্থিতিশীল মডেল কলেজ ক্যাম্পাস’- হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড: তাপস পাল

পিয়া  চক্রবর্তী পশ্চিমবঙ্গ জুড়ে গড়ে উঠছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি | রাষ্ট্রপূঞ্জের ২০৩০ স্থিতিশীল উন্নয়নকে উদ্দেশ্য রেখেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড: তাপস পাল বলেন, কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় স্থিতিশীল শিক্ষা প্রতিষ্ঠানই হয়ে উঠতে পারে স্থিতিশীল দেশের মেরুদন্ড | নতুন ভাবে স্হিতিশীল শিক্ষার মাধ্যমে সমাজ গড়ার জন্য চাই সাস্টেইনেবল মডেল ক্যাম্পাস |

ইউনাইটেড কিংডমের নিউ ক্যাসেল ইউনিভার্সিটি স্বীকৃতি প্রাপ্ত সাস্টেইনেবল ক্যাম্পাস সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে প্রকৃতির সাথে পরিবেশ ও বাংলার চিরাচরিত ঐতিহ্য বজায় রাখতে মডেল ক্যাম্পাসের এই ভাবনা ও প্রস্তাব | উত্তর ও দক্ষিণ দিনাজপুর এমনকি মালদা জেলার মধ্যে প্রথম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পরিচালিত দুর্গাপুর ওমেন্স কলেজ-কে স্হিতিশীল মডেল ক্যাম্পাস রূপে পেতে চলেছে শিক্ষার্থীরা |

শান্তিনিকেতনের আনন্দ মেলার মতো পুজোর ছুটির আগে ‘আনন্দমেলা’ ছাত্রীদের তৈরী হ্যান্ডক্র্যাফট বিভিন্ন স্টলে বিক্রি হবে ক্রেতা হবেন দুর্গাপুর ওমেন্স কলেজ ও দুর্গাপুর পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা, স্টাফ, শিক্ষার্থী ও অভিভাবকরা | ‘বর্ণ পরিচয় দিবস’ বা ‘আমি শিক্ষিকা কর্মসূচি’ ২৬ শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনে প্রত্যেক বিভাগের শিক্ষার্থী সহপাঠীদের মধ্যে শিক্ষার সেতু বন্ধন |

১৭টি ডিপার্টমেন্টকে ২০বর্গ ফিট করে জমিতে ১৭টি ইন্ডিজেনাস ভ্যারাইটিস ধান উৎপাদন করতে হবে যার ওপর প্রাকটিক্যাল মার্কস থাকবে ‘আমি চাষী আমি গর্বিত প্রকল্পে’ | ২২ শে এপ্রিল পৃথিবী দিবসের দিন ‘পঞ্চভূত উৎসব’এ শিক্ষার্থীরা প্লাস্টিক ফ্রি রাখি বানিয়ে বৃক্ষ-রাখি বন্ধন পালন করবে | ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন ‘পাখি-জল-বাসা কর্মীসূচি’ প্রকল্পে শিক্ষার্থীরা নিজেরাই কলেজ ক্যাম্পাসে পাখির বসবাস যোগ্য বাসা বানাবে সাথেই খাওয়ার দেবে ও সারা বছর খেয়াল রাখবে | ২৫ মে রামকিঙ্কর বেইজ এর জন্মদিনের দিন মৃৎ শিল্পী কিংবা বাঁধনি-বাটিক এক্সপার্ট দের দিয়ে ছাত্রীদের বিভিন্ন হাতের কাজ কিংবা সলিড ওয়েস্ট মেটেরিয়ালের রিইউসের ব্যবহার হাতের কাজ শেখানোর মাধ্যমে ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির মতো প্রস্তাব দিয়েছেন ড: তাপস পাল |কলেজের কর্ণধার শ্রী শ্যামল ব্রহ্ম জানান তাপস বাবুর দেওয়া এই প্রস্তাব সাধারণ মানুষের কাছে অকল্পনীয় | কিছু দৈনন্দীন অভ্যাসই যে এভাবে স্থিতিশীল সমাজ গড়ে তুলতে পারে তো সহজ কর্মসূচির মাধ্যমে সেই প্রস্তাবনায় পেয়ে আমরা সকলেই আপ্লুত | দুর্গাপুর ওমেন্স কলেজ ক্যাম্পাসকে পশ্চিমবঙ্গের প্রথম মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে এই সকল প্রস্তাবকেই বাস্তব রূপ দেওয়ায় সকলেই প্রতিজ্ঞাবদ্ধ |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *