October 27, 2024

কালিয়াগঞ্জে ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা

1 min read

কালিয়াগঞ্জে ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫,অক্টোবর:সোমবার উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্র,কালিয়াগঞ্জ ব্লক প্রসাশন এবং কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির যৌথ প্রয়াসে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির ভবনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শিল্প দপ্তরের জেনারেল ম্যানেজার সুনীল কুমার সরকার।

 

আলোচনার বিষয়বস্তু ছিল দুটি।একটি পশ্চিমবঙ্গ সরকারের কর্মসাথী প্রকল্প এবং অপরটি প্রধানমন্ত্রী কর্মসংস্থান কার্যক্রম।জেলা শিল্প কেন্দ্রের জেলারেল ম্যানেজার সুনীল সরকার উপস্থিত কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পে যারা ক্ষুদ্র শিল্প করতে ইচ্ছুক তারা এই প্রকল্পে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।যার মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত সুদ ছাড় পাবে।প্রকল্প মূল্যের মূলধনের উপর ১৫শতাংশ সরকারি ভর্তুকি পাওয়া যাবে।যে সমস্ত উদ্যোগীদের বয়স ১৮-৫০তারাই এই ক্ষুদ্র শিল্পের জন্য আবেদন করতে পারবেন।অপর দিকে প্রধানমন্ত্রী কর্মসংস্থান কার্যক্রম প্রকল্পে গ্রামীন কুটির শিল্প কর্মসংস্থান কার্যক্রমে উৎপাদন মূলক ২৫লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।এছাড়াও পরিসেবামূলক প্রকল্প১০লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে।জেনারেল ম্যানেজার সুনীল সরকার বলেন মোট প্রকল্প মূল্যের মাত্র ১৫ শতাংশ স্থায়ী মূলধন এই প্রকল্পে দরকার হবে বলে জানান।সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত প্রকল্প মূল্যের উপর সরকারি অনুদান পাওয়া যাবে।ব্যবসায়ী কর্মশালায় স্বাগত বকত্ব রাখেন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা,বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ ব্লকের শিল্প আধিকারিক শুভজিৎ চক্রবর্তী।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ অয়েল মিল ক্লাস্টারের ডিরেক্টার সুজিৎ সরকার কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির শান্তনু দেবগুপ্ত।ব্যবসায়ী কর্মশালায় কালিয়াগঞ্জ শহরের সর্বস্তরের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *