October 27, 2024

কালিয়াগঞ্জ ব্লকের বরুনার চন্ডিপুরে চার কিমি রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক –

1 min read

কালিয়াগঞ্জ ব্লকের বরুনার চন্ডিপুরে চার কিমি রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক –

তপন চক্রাবর্তী,কালিয়াগঞ্জ,৩অক্টোবর: জাতীর জনক মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি”পথশ্রী অভিযানের’ মাধ্যমে শনিবার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধীন চন্ডিপুরে চার কিমি রাস্তার সূচনা করলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ।বিধায়ক তপন দেব সিংহ বলেন গ্রামের উন্নতির প্রধান হাতিয়ার সড়ক যোগাযোগ।

তাই রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্যে ১২ হাজার গ্রামীন রাস্তা করবার সিধান্ত নিয়েছেন।উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ১৭৮টি রাস্তা করা হচ্ছে।

তারই অংশ হিসাবে কালিয়াগঞ্জ ব্লকে ১৫টি রাস্তার কাজ শুরু হচ্ছে।জানা যায় জেলা পরিষদের সদস্য দধি মোহন দেবশর্মা দীর্ঘদিন ধরে এই রাস্তাটি করবার জন্য দারুন ভাবে  সচেস্ট ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,জেলা পরিষদের সদস্য দধি মোহন দেবশর্মা,প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মলিন রায়,ডিপিআরডিও অতনু মন্ডল,তৃণমূলের যুব নেতা খবিরুদ্দিন আহম্মেদ,তৃণমূল নেতা হিরণময় সরকার (বাপ্পা) সহ এলাকার বিশিষ্ট জনেরা। চন্ডিপুরের নুতন রাস্তার শনিবার সূচনা হওয়ায় বরুনা গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক খুশির আমেজ লক্ষ করা যায়।এই রাস্তাটি সম্পুর্ন হলে এলাকার মানুষের যোগাযোগের প্রচন্ড সুবিধা হবে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *