October 27, 2024

গান্ধী জয়ন্তী পালন করলো বালুরঘাট সাইকেল কমিউনিটি

1 min read

গান্ধী জয়ন্তী পালন করলো বালুরঘাট সাইকেল কমিউনিটি

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ,২,অক্টোবর:আজ ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী তে গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করে সাইকেল যাত্রা সূচনা স্থান-গান্ধী মুর্তি পাদদেশসমাপ্তি স্থান-ডাঙ্গি শহীদ স্মৃতি স্মারক(বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন – এর উজ্জল স্মৃতি বিজড়িত গৌরবময় স্থান) বালুরঘাট সাইকেল কমিউনিটির সদস্যরা অঙ্গীকার গ্রহণ করে:আমরা নিজেদের ভালবাসবোআমরা শহরকে ভালবাসবোআমরা পরিবেশকে ভালবাসবোআমরা স্বচ্ছ রাখবো শহরকেআমরা সুযোগ পেলেই সাইকেল চালাবো।

আজ বালুরঘাট সাইকেল কমিউনিটির গান্ধী জয়ন্তীর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাইকেল কমান্ডার মনোজ গঙ্গোপাধ্যায়,সঙ্গীত কুমার দেব,তুহিন শুভ্র মন্ডল,বিজন সরকার,প্রবীর দত্ত,অমল বসু,সমিত ঘোষ,মানস দত্ত,প্রসূন সমাজদার,রাহুল রায়,সনাতন প্রামাণিক,প্রসেনজিত দাস,মনোজিত দাস,তমাল মন্ডল,অঞ্জন দাস,সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

একদম খুদে সদস্যা আট বছরের তনুশিয়া মন্ডলও সকাল বেলার কর্মসূচিতে উপস্থিত ছিলো।বালুরঘাট সাইকেল কমিউনিটির অন্যতম উদ্যোক্তা তুহিন শুভ্র মন্ডল বলেন আজ আমরা মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করলাম।তারপর গান্ধী মুর্তিতে শ্রদ্ধা নিবেদন করে থেকে সাইকেল যাত্রা শুরু করে শহর পরিক্রমা করে ডাঙ্গি সীমান্তে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের শহীদ স্মৃতি স্মারক স্তম্ভতেও শ্রদ্ধা জানাই। সেখানেও আজকের দিনের গুরুত্ব ও সুস্থতা ও শহরের পরিবেশ ভাল রাখতেও সাইকেলের প্রাসঙ্গিকতার কথা ব্যাখ্যা করা হয়।শহর স্বচ্ছ রাখার বার্তা দেওয়া হয় প্ল্যাকার্ডের মাধ্যমে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *