December 5, 2024

মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন ৪ নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রাথী রাজু বিস্তা

1 min read
জয়দেব গোপ চোপড়া:মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন ৪ নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রাথী রাজু বিস্তা। শনিবার কালাগছ কালী মন্দিরে পুজো দিয়ে  কালাগছের অদূরে এক দলীয় কর্মীর বাড়িতে পৌঁছান রাজু বিস্তা। তাকে দেখতে রাস্তার দুধারে মানুষের ঢল। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পুষ্প স্তবক দিয়ে দলীয় প্রাথীকে বরণ করেন চোপড়ার বিজেপি নেতৃত্ব। এরপর তরুণ প্রাথী রাজু বিস্তা কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রে মজবুত এবং দেশের বিকাশের জন্য মোদিজির হাত শক্ত করতে বিজেপিকে ভোট দিন। তিনি কেন্দ্রের মোদি সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি আরও বলেন, বাংলায় ভ্রষ্টাচার ও চিটফান্ড চলছে। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি। এখনত বাংলায় ১৬৫ টাকা চা বাগান শ্রমিকরা মজুরি পাচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *