December 5, 2024

একটি সাধারণ মেয়ের অসাধারণ হওয়ার গল্প- আজকের নন্দিতা চ্যাটার্জি

1 min read

নন্দিতা চ্যাটার্জি —- এইটা একটা শুধু ছয় অক্ষরের নাম হলেও নামটির পিছনে রয়েছে মাথার ঘাম পায়ে ফেলা একটা পরিশ্রম । কল্যাণী র সেই সাধারণ মেয়ে নন্দিতা আজকের প্রথম সারির মডেল দের মধ্যে এক অন্যতমা মডেল , যার চলার পথ টা সহজেই মসৃন ছিল না । জীবনের চলার পথে যেমন চড়াই উৎরাই আসে তেমনি তার চলার পথে এসেছিল নানা বাধা । 
সব বাধা কে অতিক্রম করে নিজের জেদ কে অটুট রেখে মন কে স্থির রেখে নিজের উপর বিশ্বাস রেখে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছিল এবং আজও চলছে।মা , বাবা , বোন নিয়ে ছোট্ট সুখী পরিবার । তার জীবনের চলার পথে কখনো তার পরিবার বাঁধা হয়ে দাঁড়ায় নি , বরং পরম বন্ধু হয়ে তার আনন্দ , দুঃখ র দিনে তাকে সহযোগিতা করেছে আরো..বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড র হয়ে মডেলিং শো , হোর্ডিং কাজ , ফ্যাশান শুট তিনি করেছেন । কিছুদিন আগে তিনি ব্যাংককে পাড়ি দেন তার কাজের সূত্রেই । মডেলিং র পাশাপাশি অভিনয় তেও তিনি মনোযোগী হোন ।সিরিয়াল, সিনেমা এবং ওয়েবসিরিজ সব কিছু তেই তিনি সমান ভাবে পারদর্শী…কলকাতা র সবচেয়ে বড় প্রোডাকসন সূরিন্দর ফিল্মস র হয়ে কাজ পর্যন্ত তিনি করেছেন । টলিউড র অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী র সাথে কাজ অবধি তিনি করেছেন । মুম্বাই র অনেকে খ্যাতনামা প্রোডাকসন র সাথে তিনি যুক্ত। ইতিমধ্যেই নন্দিতা কে আমরা এক অন্য চরিত্রের মাধ্যমে দেখতে পাবো।এখনকার বুকে দাঁড়িয়ে ইতিমধ্যেই বহু ছেলের ক্রাশ হলো এই নন্দিতা। যার সাথে একটা মাত্র সেলফি এবং একটু কথা বলার জন্য অনেকেরই ভিড়…তিনি কিন্তু শুধু তার গুণ নন, তার রূপের সৌন্দর্য কিন্তু অনেক খ্যাতনামা অভিনেত্রী কে হার মানায়।পবর্তমানের কথা র তরফ থেকে তার আগামী দিনের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং তার দীর্ঘায়ু কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *