October 27, 2024

ধর্ম আমরাও মানি: মমতা বন্দোপাধ্যায় l

1 min read

ধর্ম আমরাও মানি: মমতা বন্দোপাধ্যায়

শিলিগুড়ি থেকে উদয়ন মুখার্জি  লক্ষ বিধানসভার ভোট। উত্তরবঙ্গে বিজেপির বাড়বাড়ন্ত খেয়াল রেখে তাই এদিনের প্রশাসনিক সভার মঞ্চ থেকেই ফের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । তিনি এদিন বলেন, ধর্ম আমরাও মানি, কিন্তু রাজনীতিতে দায়বদ্ধতা রাখতে হবে। মিথ্যে কথা বলা নয়। মিথ্যে প্রচার নয়। মানুষের পাশে থেকে কাজ করতে হবে।আজ শিলিগুড়িতে উত্তরকণ্যায় দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লির লাড্ডু যে খায় সে পস্তায়।

যে খায় না সেও পস্তায়। সবুজ সাথী থেকে শুরু করে বহু প্রকল্পে রাজ্য সরকার অর্থ দিচ্ছে। স্কলারশিপ থেকে স্কুলে স্কুলে সবুজসাথীর ছাত্র-ছাত্রীদের সাইকেল সবই রাজ্য সরকার দিচ্ছে। অথচ কেউ কেউ প্রচার করছে এসব নাকি দিল্লি দিচ্ছে। হাজার ভালো কাজের মধ্যে একটা ভুল হলে অমনি নাচতে শুরু করে দিচ্ছে।আজ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, উত্তরবঙ্গে বঞ্চনা নেই। যারা বঞ্চনার কথা বলছে তারা আসলে রাজনীতি করার জন্য এসব বলছে। আজ উত্তরবঙ্গ সম্পুর্ণ পাল্টে গিয়েছে। উত্তরকন্যা তৈরি হয়েছে। এখানে রয়েছে ভোরের আলো, বেঙ্গল সাফারি, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল,বিশ্ববিদ্যালয়। সবই তৈরি করেছি আমরা। শিলিগুড়ির রাস্তাঘাট এখন পাল্টে গিয়েছে। চেনাই যায় না।একই সঙ্গে এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যজুড়ে এখন ফেক প্রোপাগান্ডা চলছে। মন্দির ভাঙ্গে নি, কিন্তু ছড়িয়ে দিচ্ছে মন্দির ভাঙ্গা হয়েছে। মুহুর্তে দাঙ্গা লাগাচ্ছে। এসবে নজর রাখুন। এসবের প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। এসবের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরুন। এসব আসলে মানসিক সন্ত্রাস। এই সন্ত্রাস রুখতে হবে।গত কালকের পর এদিনের দ্বিতীয় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জিটিএ কে 175 কোটি টাকার আর্থিক সাহায্য তুলে দেন। এর পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরে সম্প্রসারণের লক্ষ্যে 14 একর জমি বিমান বন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেন l

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *