December 5, 2024

শেষমেষ রাজস্থানের কাছে পরাজিত হতে হলো রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কে।

1 min read
শঙ্কর গুপ্তা।উত্তর দিনাজপুর  আইপিএলে কিছুই যেন ঠিকঠাক চলছে না বিরাট বাহিনীর শেষমেষ রাজস্থানের কাছে পরাজিত হতে হলো রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কে। জয়পুরে রাজস্থানের কাছে পরাজিত হলো সাত উইকেটে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আইপিএল শুরুতে যে ভাবে দেখা যাচ্ছে এক টিম অপরটি টিমকে বিপাকে ফেলছে কিন্তু ডি ভিলিয়ার্স এবং বিরাট বাহিনী কোন টিমকে ঠিকঠাক বিপাকে ফেলতে পারছেন না।
 এদিন জয়পুরে রাহানে বাহিনী জিতে প্রথমে ব্যাটিং করতে পাঠান বিরাট বাহিনী কে কোহলি এবং পার্থিবের ওপেনিং জুটিতে উঠে 49 রান। ঘরের মাঠে ১৫৯ রানের টার্গেট সেভাবে কঠিন  ছিল না  শিল্পা শেট্টির দলের কাছে ৷ রাজস্থানকে জেতাতে এদিন মুখ্য ভূমিকা নেন দলের মিডল অর্ডারের দুই প্রধান স্তম্ভ স্টিভ স্মিথ (৩৮) এবং জস বাটলার (৫৯) ৷ এক বল বাকী থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *