কবিতা কাঞ্চনের কবি ও সম্পাদক সম্বর্ধিত
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–,সম্প্রতি নক্ষত্রের নৌকা বেয়ে ও নগ্ন অরণ্যের কাব্য গ্রন্থের লেখক তথা কবিতা কাঞ্চনের সম্পাদক অশোক রায় সম্বর্ধিত হলেন।উত্তর দিনাজপুর সাহিত্য সষ্কৃতি ও গবেষণা পরিষদ আয়োজিত এক সাহিত্য সভায় কবি অশোক রায়কে সমবর্ধনা জানান গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ বিকাশ রায়।সম্বর্ধনা পেয়ে কবি ও কবিতা কাঞ্চনের সম্পাদক অশোক রায় বলেন লিটল ম্যাগের একজন কবিকে সম্বর্ধনা দেওয়ায় তিনি গর্ব বোধ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর সাহিত্য সংস্কৃতি ও গবেষণা পরিষদের সভাপতি সুনীল চন্দ, সম্পাদক বিমল দে, বিশ্ব ভারতী বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শিব রঞ্জন মিশ্র,অধ্যাপক দীপক বর্মন অধ্যাপক স্বপন কুমার পাইন,মধু মঙ্গল মালাকার,স্বপন মজুমদার,অধ্যাপক দিলীপ ঘোষ,অধ্যাপিকা ও কবি ব্রততি ঘোষ রায় সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
কবি অশোক রায় ছাড়াও মনসা মঙ্গল পালাকার মলিন নব দাস,শুক্লা সেন ও ডঃ বসিরুদ্দিনকে সম্বর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠান শেষে একটি কবিতা পাঠের মনোজ্ঞ আসর বসে।