December 5, 2024

রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ কালিয়াগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেস পার্থী কানাইলাল আগরওয়াল কে অনেকটাই এগিয়ে রাখছে

1 min read
তন্ময়  চক্রবত্তী ঃ– পঞ্চায়েতে যাই হোক না কেন এবার তৃণমূল প্রার্থীর জয় দেখতে চায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সাধারণ মানুষরা।  তার একটি মাত্র কারণ শাসক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যেভাবে গ্রামবাংলায় উন্নয়নের কর্মকান্ড শুরু হয়েছে ,তাতে তারাও সামিল হতে চায় । 
পঞ্চায়েত নির্বাচনের সময় সিপিআইএম, কংগ্রেস ও বিজেপিকে ভোট দিয়ে যে ভুল করেছি এবার আর তা করবো না ।
 গতকাল ও আজ এবারের ভোট নিয়ে কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা কি বলছে তা জানতে বিভিন্ন জায়গায় জায়গায় বেরিয়েছিলাম, তাতে কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এক বাক্যে স্বীকার করে যে রাজ্য সরকারের উদ্যোগে যে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে সারা বাংলায় তাতে কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও অনেক উপকৃত হয়েছে ।
একটা সময় যে সমস্ত অঞ্চল দিয়ে যাতায়াত করার জন্য ভাল রাস্তা ছিল না আজকে সেটা হয়েছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির তৎপরতায় ।
 এছাড়া ১০০  দিনের কাজের মাধ্যমে প্রচুর মানুষকে গ্রামে কাজ দিতে পারায় আজকের দিনে প্রচুর গ্রামের মানুষের হাসি ফুটেছে।  আর সবটাই সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একান্ত সহযোগিতাইয়।  গ্রামের মানুষরা বলেন ,পঞ্চায়েত নির্বাচনের সময় তাদের কাছে নানান প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম ভোট নিয়েছিত। পরে ভোটের পর আর তাদের দেখা নেই।
  এমন মানুষদের আর চাই না আমরা। আমরা এবার সঠিক মানুষকে নির্বাচন করে দিল্লিতে পাঠাবো।  উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনের সময় কালিয়াগঞ্জ ব্লক এর বিভিন্ন জায়গায় যখন সাধারন মানুষদের প্রতিক্রিয়া নিতে  গিয়েছিলাম তখন যে সব সাধারণ মানুষের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল আর আজ লোকসভা নির্বাচনের ঠিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আবার সেই সব গ্রামে সেই সব মানুষদের প্রতিক্রিয়া নিতে গেলে তারা জানালেন ঠিক ৯০ ডিগ্রি ঘুরে ।
 সকলেরই একটাই বক্তব্য এবার কালিয়াগঞ্জ ব্লকের কোথাও কাজ করবেনা কোন  হাওয়া  তারা কারণ হিসেবে জানালেন তারা,  এবার তারা উন্নয়নের সাথী হয়ে রাজ্য সরকারের পাশে থাকতে চান এলাকার উন্নয়নের স্বার্থে।
  এদিকে ভোট প্রচারে যখন ব্যস্ত হয়ে সকল রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় জায়গায় ছোট ছোট সভা, সমাবেশ এবং বাড়ি বাড়ি যাচ্ছে ভোটারদের বোঝাতে। ঠিক তেমন ভাবেই কয়েকদিন ধরে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় যখন কংগ্রেস, সিপিআইএম ও বিজেপি দল তাদের প্রার্থীদের সমর্থনে যখন যাচ্ছে ভোট চাইতে মানুষের কাছে  ঠিক তখন আশ্চর্যজনকভাবে সাধারণ মানুষরা তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিছে। 
 আর যখন সেই সব রাজনৈতিক দলের নেতারা তাদের  ভোট দেবার আবেদন জানাচ্ছে তাদের প্রার্থীকে তখন সেই সব মানুষদের কাছে তারা শুধুমাত্র আচ্ছা বলেই মুখ ঘুরিয়ে নিয়ে সেই মানুষগুলোথেকে দূরে সরে  গিয়ে তারা নিজেদের কাজ কর্মে ব্যস্ত হয়ে পড়ছেন । কিন্তু পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি দধি মোহন দেব শর্মা,তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার ও তৃণমূল নেতা বাপ্পা সরকার যখন সেই সমস্ত জায়গা গুলিতে আসেন  তখন সেইসব মানুষগুলো কে  আবার দেখা যাচ্ছে একেবারে বাড়ির আত্মীয়র মতন করে তাদের আমন্ত্রণ জানাতে । 

শুধু তাই নয় গ্রামের মানুষদের দেখা যাচ্ছে অনরর্গল তৃণমূল কংগ্রেস এর এই সব নেতাদের  সাথে সুখ-দুঃখের কথা বলতে ও।   পরে এও বলতে শোনা যায় পঞ্চায়েত নির্বাচনের সময় তারা ভুল করে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট না দিয়ে অন্য রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট দিয়েছিলেন ।এবার আর ভুল করবেন না তারা ।যাদের এলাকার প্রতি দায়বদ্ধতা নেই ,মানুষ তাদের সাথে থাকবে না এবার । তাই এবার এলাকার মানুষরা সব একজোট হয়েছেন একটা বিষয় যে এলাকার উন্নয়নের স্বার্থে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে থাকবেন।
  এখানে কোন হাওয়া বা কোন সমবেদনা কাজ করবে না।উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনের সময় কালিয়াগঞ্জ ব্লক এর বিভিন্ন জায়গায় কংগ্রেস-বিজেপি সিপিআইএম এককাট্টা হয়ে তৃণমূলকে হারালেও এবার তারা আলাদা আলাদা ভাবে লড়াই করছে ।
ফলে এবারের নির্বাচনে কংগ্রেস বিজেপি ও সিপিএম এর কপালে চিন্তার ভাঁজ পড়লে ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ কালিয়াগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেস পার্থী কানাইলাল আগরওয়াল কে অনেকটাই ভোটের মার্জিন বাড়িয়ে এখান থেকে এগিয়ে থাকবে  তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *