পাঁচ বছরে কেন্দ্রের মোদী সরকারের সব চেয়ে বড় কাজ চুরি করা….রাহুল গান্ধী..
তন্ময় চক্রবত্তী কেন্দ্রের মোদি সরকারের পাঁচ বছরের উল্লেখযোগ্য কাজের মধ্যে সবক্ষেত্রে চুরি করাই একমাত্র কাজ ছিল তিনি নিজেকে দেশের চৌকিদার বলে অথচ তার সামনে দিয়ে দেশের অর্থ লুঠ হয়ে গেলেও তার কোন খোঁজ খবর রাখেননি কেন?আসলে চোরে চোরে মাসতুত ভাই।রাহুল গান্ধী বলেন মোদি দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকের কাজ করেছেন।তিনি বলেন কেন্দ্রে কংগ্রেস সরকার এবার ক্ষমতায় এলে সেই সব চোরের উপযুক্ত বিচার করা হবে।
আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর পাশে নাগরে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির সমর্থনে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কংগ্রেসের এর সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী ।তিনি বলেন সারা ভারত বর্ষে একমাত্র কংগ্রেসই প্রধানমন্ত্রীর চুরির পর্দা ফাঁস করেছে।
যেটা আর কোন দল করতে পারেনি।তিনি আরো বলেন এবার কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে সারা ভারতবর্ষে কুড়ি লক্ষ বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করবে।
যেটা আর কোন দল করতে পারেনি।তিনি আরো বলেন এবার কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে সারা ভারতবর্ষে কুড়ি লক্ষ বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়া সারা ভারতবর্ষে কৃষকদের ঋণ মুকব করে দিবে।এদিন তিনি মমতা ব্যানার্জী সম্বন্ধে বলতে গিয়ে বলেন , যতই মমতা কংগ্রেসকে বিজেপির বন্ধু বলুক না কেন দেশের মানুষ জানে কে মোদীর বেআইনি কার্যকলাপ ও পর্দা ফাঁস করেছে।তিনি বলেন পশ্চিমবগে বর্তমানে চলছে অরাজকতার একটি সরকার।
এই সরকারের আমলে রাজ্যের লক্ষ লক্ষ গরীব মানুষদের নিঃস্ব করে দেওয়া হয়েছে।টাকা না পেয়ে অনেকে আত্মহত্যার পথ ও বেঁচে নিয়েছে বলে জানন।এদিন রাহুল গান্ধী আরো বলেন যে তারা ক্ষমতায় আসলে প্রতিটি দেশবাসীর ব্যাংক একাউন্টে প্রায় চার লক্ষ টাকা করে দিবে।
তিনি বলেন এই টাকা গুলি দেওয়া হবে যারা দেশের কোটি কোটি টাকা মেরে পালিয়ে আছে তাদের ধরে সেই টাকা নিয়ে তা জনগনের কাছে বিতরন করা হবে।
রাহুল গান্ধী বলেন কংগ্রেসের যোগ্য প্রার্থী তথা প্রিয় রঞ্জন দাসমুন্সীর পত্নী দীপা দাসমুন্সীকে ভোট দিয়ে জয়যুক্ত করবার আহবান জানান।
এদিন সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র,প্রিয় পুত্র মিছিল,জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত এবং কংগ্রেস প্রার্থী দীপা দাসমুনশী। এদিনের রাহুলের জনসভায় মানুষের ভীড় ছিল চোখে পড়ার মত।
এদিন সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র,প্রিয় পুত্র মিছিল,জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত এবং কংগ্রেস প্রার্থী দীপা দাসমুনশী। এদিনের রাহুলের জনসভায় মানুষের ভীড় ছিল চোখে পড়ার মত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});