December 5, 2024

রায়গঞ্জ আসনের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল কালিয়াগঞ্জ শহরে সাত সকালেই রোডশোতে নেমে পড়লেন

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–গতকাল রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোড়া ফুল প্রার্থীর কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে দুইটি জনসভা করেন। বুধবার সকাল থেকেই কর্মি সমর্থকদের সাথে নিয়ে প্রচারের নামলেন তৃনমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল।এদিন তিনি কালিয়াগঞ্জ পূর সভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার শুরু করেন।
 এদিন প্রথমে তিনি কালিয়াগঞ্জের   ঐতিয্যবাহী  মহেন্দ্রগঞ্জের নাট মন্দিরে পূজা দিয়ে প্রচারে শুরু করেন। তার সাথে ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান তথা শহর তৃনমূল সভাপতি  কার্তিক চন্দ্র পাল, তৃনমূলের রাজ্য সম্পাদক অসিম ঘোষ ও উপ-পৌরপিতা বসন্ত রায় সহ তৃনমূল নেতৃত্ব ও তৃনমূল কর্মিরা।
 সুজ্জজিত ট্যাব্লো  সহকারে প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল কখনো হুড খোলা গাড়িতে আবার কখনো পায়ে হেটে জন সংযোগ করেন।এদিন কানাইয়ালাল আগরওয়াল বলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যেখানেই যাচ্ছেন সাধারন মানুষের ভালো সাড়া পাচ্ছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তিনি জয়ের দিক থেকে ১০০ শতাংশ নিশ্চিত। তিনি একজন পুরসভার পুরপ্রধান,সরকারি কাজ কর্ম রাত জেগে করছে। যাতে কোরে তার পুর নাগরিকদের কোন অসবিধায় পড়তে না হগ।সেই কারনে তার পরিবারের লোকেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। 
তিনি তার প্রতিপক্ষ কাউকেই মনে করছেন না। কারন তিনি এই জেলার ভূমি পূত্র,মানুষের সাথে দির্ঘ দিন ধরে সাথে আছেন। তাই মূখ্যমন্ত্রীর উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে মানুষ তার সাথে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *